আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র শবেকদর পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল ২৬ রমজান দিবাগত রাতে পবিত্র শবেকদর বা লাইলাতুল কদর পালিত হয়েছে। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় দেশের মুসলিম সম্প্রদায় রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই মহিমান্বিত রাতটি অতিবাহিত করেন। ধর্মপ্রাণ মুসলি্লরা মসজিদে, বাসায়, ইবাদতখানায় শবেকদরের নফল নামাজ আদায় করেছেন। অনেকে বাবা-মা, আত্দীয়স্বজনের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের আত্দার মাগফিরাত কামনা করেন। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়।

এ রাতকে কেন্দ্র করে 'কদর' নামে একটি সূরাও অবতীর্ণ হয়। এতে বলা হয়েছে, এ রাত হাজার রাতের চেয়ে উত্তম। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল শবেকদরের ফজিলত ও তাৎপর্য তুলে ধরার পর বিশেষ মোনাজাত করেন খতিব মাওলানা সালাহ উদ্দিন আহমদ। এতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ সরকারি ছুটি।

এ উপলক্ষে পত্র-পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেলগুলো পবিত্র রাতের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.