আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টের শিরোনামই খুজে পাচ্ছি না।রিয়েল লাইফ জোকস।আপনারা পড়ে আমাকে একটা শিরোনাম খুজে দেন

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই জন্য আগেই পোস্ট করে দিলাম। নাইলে বাঙ্গালী আমারে আস্ত রাখব না! মোর ভাষা মডুর ভাষা, আমরি বাংলা ভাষা। হ ভাই, বাংলা নিয়াই এই কাহিনি। আপনারা কুনদিন বাংলায় ফেল মারছেন?? মারেন নাই, কারন এইটা তো সম্ভব না! বাংলা আমার মায়ের ভাষা।

শুধু যে মায়ের ভাষা তাই ই নয়, আমার আব্বা, ভাই ব্রাদার,বন্ধু সবাই এইডা তেই কথা বলে। ইভেন, আমি এখন যে ভাষা ইউজ করছি তাও বাংলা ( যদিও কিছু ইংলিশ আছে)। দুক্ষের কতা কই এহন। আমি মারছিলাম। বাংলায় ফেল মারছি্লাম।

জীবনে কুনদিন ফেল মারি নাই। মাগার এই বাংলা আমারে কলেজ জীবনে ভালা পীড়া দিছে। আমি কলেজ ১ম ইয়ারে ফেল মারছিলাম। কি লজ্জা কি লজ্জা! আমি কাউরেই বলতে পারি না যে অবশেষে আমার ফিজিক্স, কেমস্ট্রি, ম্যাথ না বাংলাতেই ফেল জুটছে! আসলে আমার দুষ না। ম্যাডামের দুষ।

একটু বেশী হিসাব কইরা নাম্বার দিছিল আমার বেলায়। যাই হোক আমারে দিয়া তো একটা রেকর্ড করাইছে। এই জন্য মাঝেমাঝে চিন্তা কইরা মজাই লাগে! ম্যাডামরে কত খুজছি, খাতা দেখার জন্য না! ম্যাডাম রেই দেখার জন্য! উনারে দেখবার খুব মন চাইছিল! দুর্ভাগ্য আমার ম্যাডাম ও আমার মতই ফাকিবাজ। কলেজে আসে না! পরে অবশ্য আমার বন্ধুরা অনেক চেস্টা কইরা কৌতূহলী হইয়া আমার খাতা দেখছিল। খাতায় নাকি দুনিয়ার বানান ভুল!! প্রতি বানানে প্রায় হাফ কইরা কাটছে।

আমি সিউর যে, ম্যাডাম আমার খাতা দেখার সময় খুব বেশী বিরক্ত ছিলেন, এত বানান ভুল। কিন্তু কতা হইল, আমার এক ফ্রেন্ড খাতায় লিখে আসছিল," আপনার যদি মর্জি হয় তাইলে কিছু নাম্বার দিয়েন। " উনার মর্জি হইছিল বোধ হয়। আজবাজে লিখাও ৫০ এ ৩০ পাইছে। আর আমি ১৭ পাইয়া ফেইল!! যা বুঝা গেল ম্যাডাম অনুরোধে ঢেঁকি গিলতে পছন্দ করেন।

১ নাম্বার পাইলেই পাশ হইত। কিন্তু আমি যাই নাই। এমনিতেই ১টা আনকমন সাবজেক্টে ফেল তারপর আবার তদবির। আমার মনে চায় নাই। তবে আমি দেখায়া দিছি।

আমার বন্ধুরা যারা আমার বাংলায় ফেল নিয়া হাসাহাসি করছে ( এতে আমিও মজা পাইতাম অবশ্য ), তাদের দেখায়া দেখায়া বাংলায় A+ তুলছি। অরা পায় নাই। এমনকি যে ৩০ পাইল সে ও না!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.