আমাদের কথা খুঁজে নিন

   

একটি লুল পোস্টের আত্মকাহিনী

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

আমি একটি লুল পোস্ট । পূর্বে আমার নাম ছিল ঝোল । ঝোল থেকে পরিবর্তিত হইয়া ক্যামনে যে আমার নাম লুল হইলো ,তা ঠিক মনে পড়ে না।

যাউকগা , যাহা বায়ান্ন ,উহাই তেপ্পান্ন । আর চেঞ্জ হওয়া তো আজকাল স্টাইল । চেঞ্জ না হইলে খ্যাত কইবো না লোকজন ? নামে লুল হইলেও এইখানে কিন্তু আমি ব্যাফুক ফেমাস । এইখানে আসার লগে লগে এতো এতো লোক আমারে পড়ে , ভাবতাছি স্বল্পবসনা তরুণীগো লগে কম্পিটিশনে নামমু । ফাইট হইব জব্বর একখানা ।

আগে ভাইবতাম ,লুল খালি মনে অয় পোলারাই অয়। পরে ভুল ভাইংলো । দেখলাম মাইয়ারাও কম যায়না। দুই পক্ষের তেলাতেলি দেখতে ভালাই লাগে । মাঝে মইধ্যে দুইপক্ষের দুইজন অইলেই অয় , বেশী প্লেয়ার লাগে না ।

সামুতে ডেইলি যে খালি আমি একাই পোস্ট হইয়া আহি ,তা কিন্তু না । আমার অনেক ভাই ভইন রাও আহে । তারাও আমার মতোই লুল, ব্যাফুক ফেমাস । মোটকথা আমরা খুবই সুখী একখান ফ্যামিলি । যারা আমাগো ,মানে লুল পোস্ট পছইন্দ করেন তাগো যে কি কইয়া ধইন্যবাদ দিমু ,বুঝতাছি না ।

৩ কিসিমের লোক আমাগো পোষ্টের আশেপাশে ঘুরাঘুরি করেন - ১- যারা সক্রিয়ভাবে লুলামিতে অংশগ্রহন করেন । ২ - যারা লুলামি দেইখা ব্যাফুক বিনোদিত হন । ৩- যারা খালি আমাগো গালি দ্যান , সমালোচনা করেন । আপনারা পচা জ্ঞান গর্ভ আলোচনা আমার একদুম ভালা লাগে না । আর সামুর বুদ্ধিজীবীরাও আমাকে সারাদিন গাইল পারে ।

তারা কি এইটা বুঝে না যে লুলামি করার জন্যেও আলাদা মেধার দরকার ?? তয়,আমি এইখানে লেখকের ইচ্ছা ছাড়াই আইজ চইল্যা আইছি । আজকে লুলদের গোপন কথা কইয়া দেওয়ার জইন্যে আমারে অনেক গালি খাইতে হইতে পারে । আমি আপনাদের দোয়া প্রার্থী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.