আমাদের কথা খুঁজে নিন

   

শুধু মানুষ হত্যা, জমি দখল, মাদকের চালান, পুশইন নয়....।পাগল পাঠানোও শুরু করেছে দাদারা

নিজেকে নিয়ে ভাবছি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে এবার পাগল ঠেলে দিচ্ছে বিএসএফ। সীমান্তবর্তী হাটবাজার-রাস্তাঘাটে অপরিচিত পাগলের রহস্যজনক ঘুরাফেরা উদ্বিগ্ন করে তুলেছে সীমান্তে বসবাসকারী বাংলাদেশীদের। জানা যায়, ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১৩১ কিলোমিটার সীমান্ত এলাকার অর্ধশতাধিক স্খান দিয়ে স্রোতের মতো আসছে ভারতীয় ফেনসিডেলসহ বিভিন্ন মাদক। আর বাংলাদেশে বড় অংশ আসছে বিএসএফ’র মদদে। মাদকের পর বিএসএফ পরিকল্পিতভাবে সীমান্তে পাগল ঠেলে দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, এমন অভিযোগ সীমান্তবাসীর।

বিভিন্ন বয়সের পাগলরূপী মহিলা-পুরুষের ঘুরাফেরা বেড়েই চলছে। জিজ্ঞাসাবাদে কোনো কথাই বলতে চায় না ওই সব পাগল। স্খানীয়দের মতে ওই সব অপরিচিত পাগল ভারত থেকে বাংলাদেশে এসেছে। সীমান্তে রহস্যজনক ঘুরাফেরা করার সময় ওই সব পাগলকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ধার করতে পারছে না বিজিবি। অবৈধ পথে ভারত থেকে আসা ওই সব পাগল অনৈতিক শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কাও আবার অনেকের।

ইউএআইডিএস, ডাব্লিউএইচও’র হিসেবে বাংলাদেশে এইচআইভি এবং এইডসে আক্রান্ত লোকের সংখ্যা সাত হাজার ৫০০ জন। অপর দিকে পার্শ্ববর্তী দেশ ভারতে ২৫ থেকে ৩৫ লাখ মানুষ এইচআইভি এবং এইডসে আক্রান্ত। এ সংখ্যা পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। আর এ পরিস্খিতিতে দেশের সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে অজ্ঞাত পাগলের অনুপ্রবেশ বìধ ও রহস্যজনক ঘুরাফেরার কারণ অনুসìধান জরুরি বলে মনে করছেন সচেতন মহল। পাগলের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে দেশে এইচআইভি এবং এইডস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে বলেও অনেকের আশঙ্কা।

একটি সূত্রের দাবি, সীমান্তের ভবঘুরে ওই পাগলবেশীরা চোরাকারবারিদের হয়ে মাদক ও অস্ত্র নিয়ে আসছে বাংলাদেশে। বিজিবি-পুলিশের নানামুখী তৎপরতার মধ্যেও ওই সব পাগল বরাবরই সন্দেহের বাইরে থাকায় তাদের তৎপরতা সম্পর্কে তেমন কিছু জানে না আইনশৃঙ্খলা বাহিনী। বিজিবি’র মধুগ্রাম সদর দফতরের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল করিম প্রতিদিন সীমান্তে পাগলের সংখ্যা ও ঘুরাফেরা বাড়ছে বলে জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.