আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিষ্ঠুর না ,আমারো একটা মন আছে

আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের হাসি। তাই আমি সারাজীবন মানুষকে হাসি মুখে দেখতে চাই প্রজন্ম চত্বর থেকে আসলাম। আজকে এমনিতে খুব খুশি ছিলাম। যাওয়ার পর যায়গা খুজে আমি অর্নব আর ইমন বসলাম। কিছুক্ষন পর প্রধান মন্চ থেকে এনাউন্স করা হল একজন রোগীর জন্য রক্ত লাগবে।

আমাদের অবাক করে দিয়ে ইমন দাড়িয়ে গেল। তার পর রক্ত দিতে চলে গেল। আমাদের বলল আসা পর্যন্ত অপেক্ষা করে। গর্বে বুকটা ভরে গেল। ভাই তোকে সালাম।

বলে রাখা ভাল ইমন বিএনপির সাপোর্টার । কিন্তু ও আমাদের আজকে শাহবাগ নিয়ে গিয়েছে। বিএনপি করে এমন অনেকেই গিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিএনপি জামাতের মদদে আন্দোলনে আসছে না এবং আন্দোলন নিযে কটুক্তি করছে । তাদের বোঝা উচিত্‍ এটা কোন দলের আন্দোলন না ।

এটা সাধারন জনগনের আন্দোলন। আজকে ইপ্সিতা নামে এক পিচ্ছি যা শ্লোগান দিল তাতে আমরা পুরো হতবাগ। একদম লাকি আপুর কপি। এত দারুন শ্লোগান দিল। বলে বোঝানোর মত না।

আজ জীবনে প্রথম অনুভব করলাম একটা বোন থাকলে কত ভাল হত । আমার বোনটাকেও এমন বানাতাম। আম্মা সবসময় বলে আমি নাকি খুব নিষ্ঠুর। কারন আমি বোন না থাকায় আমার কোন আফসোস নাই। উল্টা বলি বোন না থাকায় আমি খুব খুশি ।

আম্মাকে বলতে ইচ্ছে করছে আম্মা তোমার ছেলে আজ নিষ্ঠুর না। তোমার ছেলেরও একটা হ্রদয় আছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।