আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকাকে লেখা প্রেমিকের ডিজিটাল প্রেম পত্র।

কিছু অর্জনের জন্য গর্জন করিনা,মন চায় তাই গর্জন করি!

ওগো প্রিয়তমা, তুমি কেমন আছো,লিলি বিউটি সোপের মত আনন্দ ও ভালবাসা নিও। আসা করি কেমেলিয়া বিউটি সোপের মত ভাল আছ। তুমি জান কি তুমি আমার সপ্নের দেখা রাজকণ্যা। বাতির রানী ফিলিপসের মত। আমি তোমার মনের রাজা হতে চাই।

তোমার ভালবাসা ইস্পাহানী চায়ের মত টাটকা। এ্যারোমেটিক বিউটি সোপের মত ১০০% হালাল এবং রুঁপচাদা সয়াবিন তেলের মত খাঁটি। বিশ্বাস কর তোমার আমার ভালবাসা গাজি প্লাস্টিক ট্যাঙ্কের মত টেপ পরবেনা এবং মরিচা ধরবেনা । যদি মরিচা ধরে তাহলে পেইলাক রোমান পেইন্টার দিয়ে রং করে নেব। প্রেমকে লোকে মন্দ বলে তাতে কি হয়েছে ,সে জন্য রয়েছে চাকা ওয়াশিং পাউডার।

আমাদের এই ভালবাসা কোন মিটার দিয়ে মাপা যাবেনা । তোমার আমার ভালবাসা ম্যাগী নুডুলসের মত ১ মিনিটে তৈরী হয়নি। তুমি শুধু দোয়া কর ২০১৫ সালের মধ্যে আমাদের ভালবাসা যেন ইন্টারন্যাশনাল লাক্সের মত সারা বিশ্বে স্বীকৃতি পায় ,এবং ন্যাশনাল চ্যানেলে টিভির মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখতে পায় । ইতি সোনা মিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.