আমাদের কথা খুঁজে নিন

   

যে চিঠি প্রেমিকাকে দেওয়া হয়নি

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

তুমি ভালোবাসা নামের ব্যক্তিকে দেখেছো, শুধু অনুভব করনি তার গভীরতা টুকু। আমি অনাহুদ কবি। বুদ্ধির দর্শনে রহস্য কাব্যের নিমানত্বত্ত্বকে কোন কোন সময় খুজি আপন কৌশলে। তাই কাব্য নির্মানের আকাঙ্খা কাব্যরূপে ফুটে উঠে। আমি তোমার অনুরাগী নিত্যদিনের।

সমালোচক নই। মজার ব্যাপার হলো, তোমায় নির্মানের আকাঙ্খা কাব্য রূপে পরিশুদ্ধ হয়ে প্রিয় সঙ্গ কামনায় রক্তিম হয়ে উঠে। যতই লিখে যাই, কেবলি বেড়ে যায়। তাই সব কথা তোমাকে নিয়ে লিখা হয় না। অন্তর দহনে পড়ে থাকে অনেক ব্যাথা ও জালা।

সব যন্ত্রনা শুষে নিয়ে হতে চাই নীলকণ্ঠ ভালোবাসার। সুখগুলো আজকাল কেমন যেন বিবর্ণ হুলদ পাত্রের মত। যন্ত্রনাগুলো গাঢ় নীল। শরতের হালকা মেঘে ভেসে তুমি আসবে কি আমার এই দৈন্য কুটিরে? তোমায় পূজায় যে কুটিরে নিত্য অর্ঘ দিয়ে যাই নিরবে নিঃশব্দে। ভেবোনা সমাজের দায়বদ্ধতায় আমার ভয় নেই।

তথাকথিত সমাজ আমাকে কিছুই দিতে পারেনি। শুথু কেড়ে নিয়েছে। শোষন করেছে শোষকের মত। তাই জীবনের কাছে জীবনবোধ আর ভালোবাসায় দায়টাই বড়। অবসন্ন সময়ে ভাবনার মুখ হয়ে থাকো তুমি।

এই রক্তক্ষরণ কি দিয়ে ফেরাবো? জীবন কি শুধু ভাসমার তরী? ভেসে যাবে খুজে পাবে না তোমার কুল। পৃথিবী তুমি সুন্দর থাকতে থাকতে আমি চলে যেতে চাই। অনন্ত আমার কাছে তুমি একান্তই আমার এই বিশ্বাসটুকু টিকে থাক। শুধূ আবেগ টুকু সত্য হয়ে থাক। জানিনা কেন সব ক্ষণে ভালোবাসা পূর্ণতার আগেই প্রেমের সমাধি হয়।

সবই কি ভুল দুঃখ জয়? তাই জীবনের কাছে থেকে যাই ঋনী। সুখের সংজ্ঞা সেও জানিনা। শুধু এতটুকু বুঝি তোমাকে ভালোবাসাই আমার সুখ। ঠিক জীবনে না পাওয়া ধনের মত। তোমার প্রেম সেতো মহাদান হবে।

আমি কি শুধু অপেক্ষাই থাকবো? কলাপাতার শব্দ শুনিয়ে যাবে তোমার পদধ্বনি। সীমাহিন দূর্বলতা যমের মতো আটকে রাখবে আমায়। তোমার ভালোবাসা হারিয়ে যাবে অনন্ত লোকে। কিসে তোমার এত অন্তর দহন। ভেবেছিলাম সব জালা একান্তই আমার।

তোমাকে তার উত্তাপটুকু দেবোনা। বুকের ভিতর কষ্টের তীব্র নদী হবে বহমান। কারন ভালোবাসায় আমি তো নদী তুমি উৎস। হায়! স্বপ্নেরা আসে ঘুমের ঘোরে শুধু তুমি আসনা। বি:দ্র: - লেখাটি পুরোপুরি মৌলিক নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.