আমাদের কথা খুঁজে নিন

   

স্টিকি পোষ্ট - 'মানবতাবিরোধী' আর 'অমানবিক' কি এক?

সত্য অপ্রিয় হলেও বলতে চাই

মানবতাবিরোধী অপরাধের জন্য ৪০ বছর পর বিচার চাইছি আমরা পাক হায়েনার সহযোগীদের। এই ব্লগের দৃষ্টি আকর্ষণী স্টিকি পোষ্টে ভারতের মানবতাবিরোধী অন্যায়ের জন্য বি এস এফ এর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা চাওয়া হয়েছে। ভাল কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 'মানবতাবিরোধী' আর 'অমানবিক' কি এক? বুঝে শুনে খুন করলে আমাদের দেশে ফাঁসী দিয়ে মৃত্যুদন্ড শাস্তি দেওয়া হয়। অনেক দেশ মৃত্যুদন্ডকে অমানবিক মনে করে। তারা মৃত্যুদন্ড দেয় না।

তার মানে কি আমাদের বিচারপতিরা ফাঁসী দিয়ে মৃত্যুদন্ড দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেন? বর্ডারে নো ম্যানস্ ল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ। দিনের আলো না থাকলে সেখানে ১৪৪ ধারা থাকে যা উভয় দেশের জন্যই প্রযোয্য। রাতের আঁধারে কেউ সেখানে গেলে তাদের ধরে আনা যায় না, কারণ বি এস এফ সদস্যরা সেখানে প্রবেশ করলে তা বে আইনি এবং বি ডি আর গুলি চালিয়ে তাদের মেরে ফেললে কিছু বলার নেই। অল্প বয়েসী অবুঝ একটা মেয়ের এই করুণ পরিণতিতে আমরা সবাই ব্যাথীত। আসুন সবাই চেষ্টা করি এমন ঘটনা যেন আর না ঘটে।

তার জন্য সস্তা আবেগ আর উদ্ভট আশা ( বি এস এফ এর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ) ছেড়ে সবাই কে সীমান্ত আইন মেনে চলার পরামর্শ দেই। এই ঘটনায় বি এস এফ বে-আইনি কিছু করেছে কি? হ্যা, এই গরীব মানুষগুলোর প্রতি তাদের আরও মানবিক হবার জন্য সবিনয় অনুরোধ জানাতে পারি। আমি চাই এই ঘটনার জন্য মেয়েটির পিতার বিচার ও শাস্তী হওয়া উচিত্। সে নিশ্চয় অবুঝ নয়। সস্তা আবেগ ছড়িয়ে এটাকে ওদের দোষ বলে প্রচার করে আরও শত শত ফালানীকে আমরা মৃত্যুমুখে ঠেলে দিচ্ছি না কি?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.