আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না...স্টিকি থেকে নামিয়ে ফেলা হোক এই জঘন্য মিথ্যাচার।সামুর বর্তমান স্টিকি পোস্ট এর বিপক্ষে আমার অবস্থান।



আমার দেখা প্রথম একটা ছাগু পোস্ট সামু তে স্টিকি হল। তো যাই হোক এবার আমার মূল কথায় আসি। ১। বাংলাদেশ এই বিশ্বকাপের সহ আয়জ়োক। এবার দেখি এই পর্যন্ত কোন কোন দেশ সহ আয়োজন করসে? ধারে কাছের উদাহরন পেলাম জাপান কোরিয়া ফুটবল বিশ্বকাপ।

সেই বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন কে? আনাস্তাসিয়া যিনি একজন আমেরিকান শিল্পী। গানের কোথাও জাপান বা কোরিয়ান কালচারের দেখা পেলাম না। কোরিয়ায় উদ্বোধনি অনুষ্ঠান হয় আর সমাপনী অনুষ্ঠান হয় জাপানে। এবার দেখি আমাদের এখানে থিম সং কে গাবেন? দূরবিন নামে একটি ব্যান্ড। ২।

এবার তাকাই সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের দিকে। সেখানে থিম সং এ কি বলা হল- দিস টাইম ফর আফ্রিকা। কোথাও কিন্তু সাউথ আফ্রিকা লেখা হয় নাই। গাইলেন কে? শাকিরা। ল্যাটিন শিল্পী।

আর কে কে গান গাইলেন? খালিদ, আলজেরিয়ার শিল্পী। মালির গায়ক আমদু আর মরিয়াম। কেন কিসের জন্য? অনেকেই ভাব্বেন আমি মনে হয় ইন্ডিয়ান দের সাফাই গাইসি। আসলে তা না। এবার দেখি অলিম্পিকের কি অবস্থা? সেখানেও প্রথম ১০-১৫ মিনিট সেই অলিম্পিকের গুন কির্তন তারপর বিদেশি শিল্পীদের গান।

তারপর নিজেদের কালচার দেখান। প্রচন্ড জ্যাত্তাভিমানি চাইনিজ যারা নিজেদের সত্ত্বা কে ধর্মের আগেও স্থান দেয়, সেখানেও একি অবস্থা। এবার একটু ইতিহাসের দিকে চোখ বুলাই। জাপান ২য় বিশ্ব যুদ্ধের সময় কোরিয়ার উপর সীমাহীন অত্যাচার চালায়। এরপর দুই দেশ ২০০২ সালে বিশ্বকাপ অনুষ্ঠানে একি সাথে আয়োজন করে এবং কোরিয়ার মাটিতে সহ আয়োজক হিশাবে সবার সামনে জাপানের পতাকা কোরিয়ার পতাকার সাথে একি উচ্চতায় অধিষ্ঠিত হয় এবং সেখানে জাপানি প্রধান্মত্রী ভাষন দেন।

এবার দেখি আমাদের ওপেনিং সেরেমনিতে কি মনমোহন সিং ভাষন দেবেন। উত্তর হল না। ইন্দিয়ার জাতিয় পতাকা কি উত্তলিত হবে? উত্তর হল না। এবার দেখি সাউথ আফ্রিকা বিশ্বকাপে কেন আফ্রিকার অন্যান্য অঞ্চল দেখান হল? কারন বিশ্বকাপ টা আসলে আফ্রিকা কে কোটা হিশাবে দেয়া হয়েছে। সউথ আফ্রিকা আয়জোক মাত্র।

আমাদের এখানে সহ আয়োজক দেশ এর সংস্কৃতি কি দেখান হবে? হবে খুব সামান্য। আর উপরের উদাহরন থেকে দেখতে পাচ্ছি ফিফা আইসিসি ওলিম্পিক সব জায়গায় এরকম হয়েছে। যেমন কোরিয়া বিশ্বকাপের উদ্বোধনি অনুষ্ঠান করলেও সেখানে জাপানি কিছু শিল্পী পারফর্ম করেছেন। রিহান্না অথবা শাকিরা কে অবশ্যি আনা উচিত। কেননা এই প্রোগ্রাম দেখবে সারা বিশ্ব।

আপ্নি কি চান একজন অস্ট্রেলিয়ান প্রোগ্রাম দেখার ১০ সেকেন্ডের মধ্যে টিভি অফ করে চলে যাক। শুধু তাই না আমি চাই পুরো প্রোগ্রাম ইংলিশ এ ধারা বিবরনী করা হোক। যদি দেশ কে বিশ্বের কাছে তুলে ধরতে চান তাহলে ইংলিশ এ ভরসা। জাতীয়াবাদ দেখিয়ে লাভ নাই কেননা বাংলায় ৭১ এর ঘটনা বললে আমরা বুঝবো। কিন্তু বিশ্বের বাকি কেউ বুঝবেন না।

এজন্য চীনের মত দেশ ও ইংলিশ ব্যভার করতে বাধ্য হয়েছে। আমরা তো আর চীন না!!!! এবার আসি আসল কথায়। ৯০ মিনিটের অনুষ্ঠানে কত মিনিট দেইয়া হবে ভারত আর শ্রী লঙ্কা কে? পাঠক লক্ষ করুন শ্রী লঙ্কা নিয়ে কিন্তু কোন আপত্তি নাই। আপত্তি শুধু অই ব্যাটা ভারতের ব্যাপারে। কেননা এখানে যারা সাধারন ব্লগার তাদের কে ডাইভার্ট করাই মুল লক্ষ।

ছাগু দের কালচার ই এটা ভারতের জু জু দেখান। আপ্নারা লক্ষ করে দেখবেন ভারতের অমিতাভ কে আমন্ত্রন জানান হয়েছে। কারন বিশ্ব আইকন না থাকলে প্রোগ্রাম জমবে না। প্রোগ্রাম এর ফাকে ফাকে তাদের মুখ দেখান হবে। এটা বানিজ্যিক।

আর যে ৫৮ জন শিল্পির কথা বলা হয়েছে তার কোন নির্ভর যোগ্য রেফারেন্স কি দেখান হয়েছে?আমার আরেকটা প্রশ্ন ভারত কে ১০ মিনিট দিলাম(জানিনা কত মিনিট দেয়া হবে? কোথাও উল্লেখ পেলাম না কিন্তু ছাগু রা সমস্বরে বলছেন পুরো ৯০ মিনিট ভারতকে দেয়া হয়েছে। এটা মনে হয় ফেরেস্তাদের কাছ থেকে ওহি হিশাবে নাযিল হয়েছে)এই ১০ মিনিট এ যদি তারা ১০০০ জন শিল্পি ব্যবহার করে আমাদের কি করার আছে? এক ভারতেশ্বরি হোমসের ডিসপ্লে তে ৩০০০-৪০০০ শিল্পি আমরা নিজেরা ব্যবহার করেছি এস এ গেমস এ। সেখানে ভারতের আসবে শুধুই ৫৮ জন। এক হিন্দি সিনেমা র বস্তা পচা নাচেই তো ঋত্তিকের পেছনে ২০০-৩০০ জন নাচে। এখানে নাচবে মাত্র ৫৮ জন।

(মনে রাখবেন ঋত্তিকের নাচ আপনার আমার কাছে বস্তা পচা লাগতে ভারতীয় দের কাছে নয়) সবশেষে স্টিকি করার জন্য এই পোস্ট নয়। আমি জানি অনেকেই এখানে শুধু মাত্র আসল ব্যাপার না জেনে এইসব ছাগু দের হাতের কল কাঠি হয়েছেন। বিশ্বমানের প্রতিযোগিতা আমাদের দেশে এই প্রথম। তাই হয়তবা আমাদের অনেকের কোন ধারনা নাই। এখানে সবাই বিভিন্ন প্রেস লিঙ্ক দিয়েছেন।

আমি দেই নাই। আপনারা ইউ টিউব এ যান। সেখানে সব ভিডিও র লিঙ্ক দেয়া আছে। গিয়ে টাইপ করুন ২০০২ অথবা ২০০৮ অথবা ২০১০ অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ ফুটবল। সত্যতা পেয়ে যাবেন।

আমার বক্তব্যের সাথে ভিন্নমত থাকলে দয়া করে কারন গুলো বলুন। আরেক্টা কথা প্রেস ক্লাবের সাম্নে দাড়াবেন ভাল কথা কিন্তু ছাগুরা যা বলছে উদ্বোধনি প্রোগ্রাম এ যদি তা না হয় তাহলে নয়া দিগন্ত আমার দেশ আর আমাদের সময় অফিস পোড়ানোর সময় যেন আমি আপনাদের আমার পাশে পাই। আর সামুর মডারেটর দের কাছ থেকে আমি আরো ভাল মডারেশন আশা করছি। এরকম হতে থাকলে সেটা হবে আশা ভঙ্গের ব্যাপার। এই পোস্ট কে এখনি স্টিকি থেকে মুছে ফেলা হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।