আমাদের কথা খুঁজে নিন

   

স্টিকি ডগ



এক পিচ্চি তার জন্মদিনে একটা নিউফাউন্ডল্যান্ড কুকুর উপহার পেল। খুশিতে তার চোখ ডগমগ করে উঠলো। কিন্তু কুকুরটার জাম্বু সাইজই বাধালো যত্তো বিপত্তি। হিসাব মিলাতে না পেরে সে তার মাকে প্রশ্ন করলোÑ আচ্ছা আম্মু, কুকুরটা আমার জন্য নাকি আমি কুকুরের জন্য? একই সূত্রে প্রশ্ন উঠতে পারে স্টিকি ডগ ব্যাটিং সাইডের জন্য নাকি ফিল্ডিং সাইডের জন্য? স্টিকি উইকেট মানে আঠালো বা চটটটে উইকেট। আর স্টিকি উইকেটের অন্য নামই হলো স্টিকি ডগ।

এ জাতীয় উইকেট বৃষ্টির পর দ্রুত শুকালেও আঠালো হয়ে ওঠে। ফলে তা ব্যাটসম্যানকে দুঃস্বপ্ন দেখিয়ে ছাড়ে। কারণ এ জাতীয় পিচে বোলাররা বলকে কায়দা মতো ব্রেক খাওয়াতে পারেন। এছাড়া ডেলিভারি অপ্রত্যাশিতভাবে লাফিয়ে ওঠে। ফলে ব্যাট চালানো বেশ কষ্টকর হয়ে দাড়ায়।

এ জাতীয় উইকেটের সঙ্গে কুকুরের সম্পর্ক থাকার যৌক্তিকতা কোথায়? সম্পর্ক আছে এবং তা যৌক্তিক। কারণ বৃষ্টিতে ভেজার পর এ জাতীয় উইকেট যেমন দ্রুত শুকায়, ঠিক তেমনি কুকুরও বৃষ্টিতে ভেজার পর দ্রুত শুকায়। তবে আঠালো ভাবটি তখনো পশমে লেগে থাকে। তারপরও বলা যায়, হয়তো উপমার ঘাটতি থাকায় অথবা কুকুর প্রীতির কারণে ক্রিকেটতত্ত্ববিদরা কুকুরের লেজ ধরেছেন। অবশ্য বৃটিশরা কুকুরপ্রিয় জাতি হিসেবেই পরিচিত।

ক্রিকেটে গোল কিভাবে হয়? এ জাতীয় প্রশ্ন যেসব আনকোরা দর্শক ছুড়ে দেন, তারা স্টিকি ডগের শাব্দিক তরজমা নিয়ে বেশ হাবুডুবু খাবেন। চৌকো পিচটাতে কুকুর দেখতে না পেয়ে হতাশ হবেন। হয়তো ভাববেন বৃষ্টি শেষে কুকুরগুলো পালিয়ে গেছে! অথবা আম্পায়ার কুকুরগুলোকে ভাগিয়ে দিয়েছেন। যাই হোক ব্যাটিং দলের ব্যর্থতা দেখে নাকি ফিল্ডিং দলের সাফল্য দেখে পিচের নাম স্টিকি ডগ হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ফিল্ডিং দল সব সময় স্টিকি উইকেট কামনা করে।

করাটা অস্বাভাবিক কিছু নয়। তারপরও বেরসিকরা প্রশ্ন করতে পারেন, ফিল্ডিং দল কি সব সময় ফিল্ডিংয়ে থেকে কুকুর পাহারা দেয়? ব্যাটিং কি ওদের কপালে জুটে না? অবশ্য জুটে। তবে তারাও ফিল্ডিংকালে স্টিকি উইকেট কামনা করে। শেষ কথা : জন হ্যাস্টিংস সম্পাদিত দি এনসাইকোপেডিয়া অফ ম্যান মিথ অ্যান্ড রিলিজিয়ন নামের বিশ্বকোষে বলা হয়েছেÑ উত্তর আমেরিকার লৌকিক উপাখ্যান মতে, চাদের ভেতর এক বৃদ্ধা একটা ঝুড়ি বানাচ্ছেন এবং এটা যেদিন বানানো সম্পন্ন হবে, সেদিনই মহাপ্রলয় ঘটবে। কিন্তু একটা বৃহদাকার কুকুর তার কারুশিল্প মাঝে মধ্যে তছনছ করে দেয়।

এতে তার কাজ পিছিয়ে যায়। ঠিক তেমনিভাবে ক্রিকেটীয় স্টিকি ডগ ব্যাটসম্যানের স্বপ্ন তছনছ করে দেয় পিচের কল্যাণে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.