আমাদের কথা খুঁজে নিন

   

কি পেলাম ফান্ডামেন্টাল শেয়ার কিনে ?


"শেয়ার বাজারে কোম্পানি কেমন তা বুঝার জন্য অন্যতম প্রধান মাপকাঠি হল পি ই রেসিও। যেসব কোম্পানির পিই রেসিও কম সেগুলোকে নাকি ভাল মৌল ভিত্তির শেয়ার বলা হয়। আমাদের শেয়ার বাজারের সব শেয়ারের মাঝে কেবল ব্যাংকের শেয়রাগুলোই কম মূল্যায়িত। এদের পিই রেসিও কম। " উপরের কথাগুলো এসইসি বিভিন্ন সময় বলেছে।

বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে পিই রেসিও কে নিয়ে। ঋনদানের ভিত্তি হিসেবে পিই রেসিও কে ব্যবহার করা হয়েছে। প্রতক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে কম পিই সম্পন্ন কোম্পানির শেয়ার কেনার জন্য উৎসাহিত করা হয়েছে। এসব কথা বিশ্বাস করে আমার মত অনেক বিনিয়োগকারী কম পিই রেসিও সম্পন্ন কোম্পানীতে বিনিয়োগ করেছে। কিন্তু কি লাভ হল ভাল মৌলভিত্তির শেয়ার কিনে ? এভাবে কম পিই রেসিওর শেয়ার কিনতে বলার জন্য এসইসি ডিএসই কে জবাবদিহি করতে হবে না ??? আমার পোর্টফোলিও টা আজ দেখতে চাচ্ছিলাম না।

তারপরও দেখলাম। দেখুন মৌলভিত্তির শেয়ারের কি অবস্হা !!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.