আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখারর ভিসা পেলাম!!!রিপোস্টঅবশেষে বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখারর ভিসা পেলাম!!!



ওফ!! আমি আজ এই বিশ্বের অন্যতম সৌভাগ্যবানদের একজন!!! ১৯শে ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি দেখার টিকেটের কনফার্মেশনের কাগজটি পেলাম। অবশ্য এর জন্য জীবন থেকে ১১ ঘন্টা চলে গেল। জীবনে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটের কাছে এ ত্যাগতো কিছুই না। কুমিল্লা শহরের সিটি ব্যাংক থেকে এটা পেলাম। একটা কথা বলা খুবই জরুরি মনে করছি আর তা হলো ব্যাংকে কোন টিকেট পাওয়া যাবে না।

এখান থেকে আবেদনপত্র নিয়ে,টাকা জমা দিয়ে কনফার্মেশন কাগজটি নিবেন। এই কাগজেই কোথায় জমা দিবেন তার উল্লেখ থাকবে। আবেদনপত্রে যা থাকবে: আপনার নাম, আইডি টাইপভোটার আইডি কা্রড), আইডি নম্বর: ১৫২৪৮৮৯৯.....আপনার মোবাইল নম্বর দিবেন। এরপর কোন দলের খেলা দেখবেন তা উল্লেখ করবেন। যেমন>বাংলাদেশ বনাম ভারত,তারিখ দেয়ার প্রয়োজন নেই।

এরপর গ্যালারি সিলেক্ট করবেন। এখানে চার্ট করা ঘরে টিক দিবেন। আমি পশ্চিম গ্যালারি টিক দিছিলাম কিন্তু পাইলাম পূর্ব গ্যালারি "এম" গ্রেড। মূল্য ২০০টাকা,আমি ২টার আবেদনে সারা পেয়েছি ৪০০টাকা মূল্য বাবদ ও ৩২ টাকা সার্ভিস চার্জ মোট ৪৩২ টাকার গরিবি শট পাইলাম আপনি একটি আইডি দিয়ে সর্বোচ্চ ২টি টিকেট পাবেন। গ্যালারির ধরনের উপর মূল্য ভ্যারি করবে।

ভিআইপি ১০০০০াকা। আমার টিকেট আনতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যেতে হবে। কাগজে যে পিকআপ পয়েন্টের উল্লেখ থাকবে সেখান থেকে তুলবেন। আজ ব্যাংকের ভিতরে এসপি, রেবের কঠিন নজর দারি ছিল। ১০টা থেকে সিরিয়াল কল করার কথা থাকলেও সিটি ব্যাংক কুমিল্লা শাখার সার্ভার কানেক্ট হয়েছিল ১২ঃ৪০ এরপর।

ততক্ষনে ভিআইপি সমস্ত সিট বুকিং হয়েগেছে। ঢাকা ও ফেনী অফিসের সার্ভার কুমিল্লার ২ ঘন্টা আগেই চালু হওয়ায় ওনারা আগ আগে বুকিং দিতে পেরেছেন। সুতরাং এক্ষেত্রে সৌভাগ্যবানেরা এগিয়ে থাকবেন। সবার উদ্দেশ্যে তাই বলব টিকেট পান বা না পান মন খারাপ করবেন না....প্লিজ, আমার দেশ ভাল খেলল কিনা তাই গুরুত্বপূ্র্ণ। শুভ কামনা রইল।

ভালো থাকবেন সকলে। আমার ছবি চুরি করল কে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।