আমাদের কথা খুঁজে নিন

   

Speak Asia ভাইরাস থেকে সাবধান

ঘাস নেই এই শহরে

ইদানিং ব্লগে কিছু ব্লগার ভাই/বোন অনলাইনে আয়ের মাধ্যম হিসেবে Speak Asiaর জয়গান গাইছেন। প্রকৃত পক্ষে Speak Asia মূলত Unipayর আদলেই তৈরী। কিছুদিন আগে আমার এক বন্ধু আমার কাছে এসেছিল এই বিষয়ে কথা বলতে। সে আমাকে ওখানে জয়েন করাতে চায়। ওখানে জয়েন করতে কমপক্ষে মিনিমাম ১৬,৫০০ টাকা লাগে।

এর পর অনলাইন জরিপ। প্রতি জরিতে ১০$ না ২০$ আল্লাহ জানেন। এইভাবে সপ্তাহে ৩/৪ টা জরিপে অংশগ্রহন করলে ১ বছরে দেড়গুন লাভ। আরো যদি লাভ করতে চান তবে ডেসটিনির বটগাছ ফর্মুলা তো আছেই। ইনভেস্ট করা টাকা উঠানো কোন ব্যাপার না।

জিগাইলাম, বিশ্বাস করুম ক্যাম্নে? কয়, আরে বন্ধু, আমারে বিশ্বাস কর না। কইলাম, করি তো। হেয় কয়, তাইলে আর চিন্তা কি। চল কাইল্কাই জয়েন করি। আমি মনে মনে কই, আমার ট্যাকা নিয়া তুমার অই Speak Asia ভাগ্লে আমি কই যামু? ওর ভাব দেইখা মনে হইল আমার জীবন ডা চেঞ্জ না করা পর্যন্ত অর শান্তি নাই।

মেজাজ টা খিচকাইয়া গেল। কইলাম পরে চিন্তা কইরা জানামুনে(বন্ধুর মুখের উপর না বলতে পারলাম না)। হের পর থিকা বন্ধু নিয়মিত আমার খোঁজ খবর নেয়। আমি বিকালে চা-বিড়ি খাইছি কিনা সেই খবর নেয়। বেন্সন খাওয়ায়।

আমি আপাতত পালাইয়া আছি। প্রিয় ব্লগার ভাই/বোন আপনারা এইজাতীয় বিভ্রান্তিমূলক প্রচারনা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।