আমাদের কথা খুঁজে নিন

   

বাজারি রাজনীতির ধর্ষনের শিকারঃ সংস্কৃতি

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

কিছুদিন আগেই এক দুর্বোধ্য দুর্ঘটনা ঘটে, যার উত্তর এখনও খুঁজে পায়নি অনেকে। সম্প্রতি আবারো এক দুর্বোধ্য টানটান উত্তেজনায় ভরপুর রগরগে দুর্ঘটনা ঘটতে চলেছে। খোলাসা হই! পূর্বেরটা ছিল বলিউড কিং খানের লম্ফঝম্ফ! আর নতুনটা হল বিশ্বকাপ- ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠান। ইতোমধ্যে সবাই আমরা জানি বিশ্বকাপ - ২০১১ এর সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ রয়েছে।

আরও আনন্দিত যখন শুনেছি, উদ্বোধনী অনুষ্ঠানের মতো উৎসব হবে এই মাটিতেই! এখন আনন্দ কর্পূরের মতো উবে যাচ্ছে! উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে "এটিএন ইভেন্ট ম্যানেজমেন্ট" আর ভারতীয় "উইজক্রফট"। খুবই ভালো কথা। তবে অনুষ্ঠানে পারফর্মার ইভা রহমান (এটিএন আছে না!!!) আর ৫৮ বলিউডি গরু-ভেড়া-ছাগল! যাদের আছে বাজারি দেহ, বাজারি পোশাক-আশাক আর বাজারি মন! দুর্ভাগ্য এই যে, বাংলাদেশের গণমানুষের সংস্কৃতি বিকিয়ে যাচ্ছে ভারতীয় বাজারি সংস্কৃতির কাছে! যেখানে ভারত সমাপনী অনুষ্ঠান আয়োজন করবে এবং উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের নিজের মতো করে সাজাতে পারার সবুজ সংকেত বিদ্যমান, সেখানে বহির্দেশীয় ও স্বদেশীয় বেশ্যাপনার কাছে সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতিকে বিকিয়ে দেয়ার অর্থ কি? শাহ্ আব্দুল করিম, ফরিদা পারভীন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শামসুর রাহমান, গণসংগীত, মাহমুদুজ্জামান বাবু, জহির রায়হান, তারেক মাসুদ, লালন, লোকগীতি, পল্লীগীতি, দেশীয় নৃত্যকলা, নয় মাসের রক্তস্রোত, লাল-সবুজের চেতনা কি আজ এতোটাই ঠুনকো, যে তা বন্দী হতে চলেছে "শিলা কি জওয়ানি" বা "যৌবন আমার লাল টমেটো" -র ফ্রেমে??? হয়তো তাই ... নাহলে যে উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা যেত সেখানে কেন এই কুমন্ত্রণা, কেন নিজেকে বিকিয়ে দেয়ার পাঁয়তারা? উদ্বোধনী অনুষ্ঠান যদি দক্ষিণ এশীয় সংস্কৃতিকেও তুলে ধরতে চাইতো তাতেও আপত্তি ছিল না। কারণ তা হতো দক্ষিণ এশীয় প্রতিটি দেশের গণমানুষের সংস্কৃতির এক মিলনমেলা। কিন্তু বলিউডি বেশ্যাপনা যেখানে ভারতীয় সংস্কৃতিকেই সমর্থন করতে পারে না, সেখানে বাংলাদেশে খাল কেটে কেন কুমির আনা হচ্ছে? না-কি আয়োজক-ব্যবস্থাপকরা বাংলাদেশের মানচিত্রটা ভুলে গেছে? ভুলে গেছে জন্মদাতা-জন্মদাত্রীর মাটির গন্ধ? লোটাস কামাল মারফত প্রধানমন্ত্রীর নিকট একটিই প্রশ্ন, কি করে বিকিয়ে দিলেন ইজ্জত? কি করে বিকিয়ে দিলেন দেশীয় মানুষের জীবন-সংগ্রামের ইতিহাস যা সংস্কৃতির পরতে পরতে জড়িয়ে? জবাব আছে আপনাদের বাজারি পররাষ্ট্রনীতির? বিবেকে বাধছেনা নিজের মাতাকে ধর্ষন করতে? না বাধলে করান ... আমরাও খুব বেহায়া! কথায় আছে ফ্রি পাইলে বাঙালী আলকাতরাও খায়! আর সস্তা দেহকেন্দ্রিক উন্মাদনা, বিখ্যাত বচ্চন পরিবার, কিং কিং খান খান-দের খাইতে মানা কি? সরকারব্যবস্থাও জনতাকে ঘোরে রাখতে চায়, আর আমরাও ঘোরে থাকতে চাই! বি,এস,এফ এর একের পর এক হত্যা নীরবে সমর্থন করে কি সুন্দর আমরা নিজস্ব সংস্কৃতির বলাৎকারে লিপ্ত! এই না হলে নতুন বাংলাদেশের প্রতিবাদী আমরা, এই না হলে আমরা অতিথিপরায়ণ! তবু যদি কিঞ্চিৎ মানুষ হই আমরা; আর কিঞ্চিৎ মানুষ হিসেবে কিঞ্চিৎ লজ্জাবোধ যদি থেকে থাকে তাহলে নিজের স্থান থেকে প্রতিবাদে নামুন! হয়তো মানবেনা ফ্যাসী-ব্যবস্থাপনা; তাহলে সাহস রাখুন সস্তাদরের বিদেশী সংস্কৃতির আগ্রাসন বর্জন করার, সাহস রাখুন উদ্বোধনী অনুষ্ঠান বর্জনের।

। প্রধানমন্ত্রীর নিকট --->>> প্রশ্নগুলোর উত্তর দেবার সময় আপনাদের হবে না জানি! কারণ পদ-ধোয়া জলসেবনেই আপনাদের অধিকাংশ সময় ব্যয়িত! সকলের প্রতি --->>> প্রতিবাদ কার্যক্রমে অংশ নেয়ার জন্য নিম্নোক্ত লিঙ্কগুলোতে আপডেটেড থাকতে পারেনঃ বাকরুদ্ধ! আসুন প্রতিবাদ করি এই অন্যায়ের, তুলে ধরি বাংলা ও বাঙালীর ঐতিহ্যকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।