আমাদের কথা খুঁজে নিন

   

একজন বাজারি সস্তা লেখকের বিদায়ে জাতি কাদঁছে কেন ??

অশুদ্ধ্য সত্যের মাঝে শুদ্ধ্যস্বর সদ্য বিদায় নেওয়া বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদ কে অনেকেই বাজারী লেখক বলে থাকেন । তারা তা বলেতেই পারেন । কিন্তু কেন বলেন ? সেই সব মানুষগুলো তা মুখ ফুটে বলে না । আমি কয়েকটা কারণ বের করেছি । হুমায়ূন আহমেদ বাজারী লেখক কারণ # প্রতি বছর তার বই বেস্ট সেলার হয় ।

# তার বই সমাজের একদম নিচু স্তরের মানুষগুলোকেও আনন্দ দিতে পারে । # তিনি সাধারণ মানুষের মনের গভীরে প্রবেশ করে তাদের একজনই হয়ে উঠেছিলেন । যা কিনা অন্যান্য অনেক বিখ্যাত লেখক পারেননি । তারা পারেননি কারণ তারা নিজেদের কে সবসময়ই উচ্চমার্গীয় মনে করতেন । তারা চাননি সাধারণ মানুষের কাতারে থেকে একজন সাধারণ লেখক হতে ।

তাই হুমায়ূন একজন বাজারি সস্তা লেখক । পৃথিবী বিখ্যাত আরো কয়েকজন সস্তা বাজারী লেখকের নাম বলি । তারা বাজারী কারন তাদের বই অনেক বেশি বিক্রিত # হুমায়ূন আহমেদ # জে কে রাওলিং # ড্যান ব্রাউন এরা সবাই বাজারী লেখক । কিন্তু এরা সবাই পাঠকের মনে জয় করেছিল । হুমায়ূন আহমেদ সেই একজন যিনি নিজেকে সস্তা করে মানুষের আপন হয়েছেন ।

যার বিদায়ে আজ জাতি কাঁদছে । সবশেষে জিকো ভাইয়ের একটা কথা তুলে দিচ্ছি সস্তা জনপ্রিয়তা বলে কিছু নেই। জনগনের প্রিয় হওয়াটা যদি সস্তা হয়, পৃথিবীতে কোন কিছুই তাইলে দামী না। স্যার ভাল থাকবেন । আপনার সৃষ্টি হিমুরা আপনাকে আপনাকে স্মরণ করবে ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.