আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থ প্রয়াস..

আমার সন্ধানে....... আমি

সময় পরিভ্রমন বিষয়টার প্রতি আমি বরাবরই একটা অন্যরকম আকর্ষন বোধ করি , যদিও পদার্থবিজ্ঞান আমার বিষয় নয়।পুরোটাই আমার ব্যক্তিগত কৌতুহল । মাঝে মাঝে আমি নিজেই আমার কৌতুহল নিয়ে কপালে ভাজ ফেলে দেই ….বিছিন্ন কৌতুহল। বর্তমান পদার্থবিজ্ঞান এখন্ও সময় পরিভ্রমন নিয়ে কোন আশারবাণী শোনাতে পারেনি , তাই বিষয়টা এখন্ও কাল্পনিক সীমাবদ্ধতায় আবদ্ধ।কিন্তু একটা ব্যপারে আমি বিস্মিত হই , যখন নিজের অজান্তেই সময় পরিভ্রমন করি । ব্যপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেই একটা বিয়ষ নিশ্চিত হয়ে যাই যে , আজকের বর্তমান থেকে ফ্রেমবন্দী করা একটি মুহুর্ত আগামীকালের জন্য অতীতে আসার একমাত্র পথ । আর এক্ষেত্রে ছবির চেয়ে ভাল এবং বিকল্প কোন ইন্টারফেস হতে পারে না ।হয়তো আমর ফ্রেমবন্দী করা একটি মুহুর্ত অন্য সবার কাছে শুধুই একটি স্থির ছবি , কিন্তু আমার কাছে তা একটি খোলা জানালা ….অতীতে ভ্রমন করার একমাত্র খোলা জানালা । এই অবিছিন্ন বর্তমানের পুরোটাকে হয়তোবা ফ্রেমবন্দী করে আগামীকালের জন্য নিয়ে যা্ওয়া সম্ভব না।তাই বিছিন্ন কিছু বর্তমানকে ফ্রেমবন্দী করে আগামীকালের জন্য নিয়ে যাবার ব্যর্থ প্রয়াস ….কিছু খোলা জানালা আগামীকালের জন্য , অতীতে আসার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.