আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থ বিপ্লবী

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

আমার বিপ্লব তুমি তোমার অধরের রক্ত রাঙ্গানো ঠোঁট -ই বিপ্লবের মূলমন্ত্র, তোমার আঙুলের স্পর্শ-ই বিপ্লবের উদ্দীপনা দু-হাত বাড়িয়ে যখন আমায় ডাকো মনে হয়- আমি একজন সার্থক বিপ্লবী। বিপ্লবের পরিক্রমায় যখন তুমি আমি কাছাকাছি ব্যবধান শুধু নৈকট্য ঠিক তখনি- তোমার দু-চোখ ভরে ওঠে শত জনমের ঘৃনা আর আক্রোশে নৈকট্যের ব্যবধান পরিনত হয় দুরত্বে ছুঁড়ে ফেল তুমি আমায় মনের সিংহাসন থেকে পাদবিন্দুতে, ঠিক তখনি- আমার বোধ সম্পন্ন হয়, বুঝি-, আমি একজন ব্যর্থ বাকশালপন্থী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.