আমাদের কথা খুঁজে নিন

   

ব্লুটুথ দাঁত!

সম্প্রতি ব্লুটুথ প্রযুক্তিযুক্ত কৃত্রিম দাঁত উদ্ভাবন করেছেন তাইওয়ানের গবেষকেরা। এ দাঁত মুখের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে তথ্য পাঠাবে আর চিকিৎসক সে তথ্য বিশ্লেষণ করে চিকিৎসা বা পরামর্শ দেবেন। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ।

গবেষকেরা জানিয়েছেন, শ্বাস নেওয়া, স্বাদ গ্রহণ, খাওয়া, কথা বলা, মুখভঙ্গিসহ নানা কাজ করে মানুষের মুখ। তাঁদের মতে, মুখ পরীক্ষা করেও মানুষের স্বাস্থ্যের বিষয়টির ধারণা পাওয়া সম্ভব।

তারা বলছেন, মানুষের মুখে বিশেষ সেন্সর যুক্ত করলে তাঁর খাদ্যাভ্যাসসহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করা সম্ভব। ব্লুটুথ দাঁত এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। তবে এখনো এ কৃত্রিম দাঁত তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছেন গবেষকরা। অবশ্য তাদের দাবি, তারা পরীক্ষা করে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ব্লুটুথ দাঁতের সফল কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.