আমাদের কথা খুঁজে নিন

   

ওমান পৌঁছেছেন মুক্তি পাওয়া বাংলাদেশি দুই নাবিক



সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার সাত দিন পর জার্মান মালিকানাধীন জাহাজ এমভি মারিডা মার্গারেটের দুই বাংলাদেশি নাবিক গিয়াস উদ্দিন আযম খান ও জাফর ইকবাল গত মঙ্গলবার ওমানের সালালা বন্দরে পৌঁছেছেন। বিমানের সিডিউল না পাওয়ায় ও নিরাপত্তাজনিত কারণে তাঁদের দেশে ফিরতে আরো কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছেন মারিডা মার্গারেট জাহাজের বাংলাদেশি শিপিং এজেন্ট মেরিন সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা। মেরিন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ কালের কণ্ঠকে জানান, দুই বাংলাদেশিসহ ২২ জন ক্রুর সবাই এখন ওমানের সালালা বন্দরে রয়েছেন। ওমানে পেঁৗছার আগে জাহাজের স্যাটেলাইট টেলিফোনে বাংলাদেশি নাবিকদের সঙ্গে কথা হয়েছে। এখন সেখানে নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন তল্লাশি-জিজ্ঞাসাবাদ করবেন ওমান সরকারের প্রতিনিধি, জার্মান পুলিশসহ বিভিন্ন আন্তর্জাতিক মেরিন সংস্থার প্রতিনিধিরা। তারপর তাঁদের জন্য বিমানের সিডিউল নির্ধারণ করা হবে। উল্লেখ্য, এমভি মারিডা মার্গারেট জাহাজটি গত ৮ মে ভারত থেকে বেলজিয়াম যাওয়ার পথে এভেন উপসাগর অতিক্রম করার সময় সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে রাসায়নিক পদার্থ বোঝাই ছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।