আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন মঙ্গলে

We Are For All !

আমি এবং আমার বন্ধুরা মিলে মঙ্গলে যাচ্ছি। এই তো আর মাত্র কয়েকটা মাস। তারপরই শুরু হবে আমাদের মঙ্গল যাত্রা। আপনার বিশ্বাস হচ্ছেনা তাই তো? যদি আপনিও যেতে পারেন তাহলে নিশ্চই ঠিকই বিশ্বাস করবেন? তফাৎ শুধু এতুটুকুই মঙ্গলে আমরা কেউ সশরীরে যাবনা। যাবে কেবল আমাদের নাম। তাই বা কম কি? তো যাবেন নাকি সেখানে? মঙ্গলগ্রহে বিশেষ বৈজ্ঞানিক ল্যাবরেটরি পাঠাচ্ছে নাসা৷ মন্যুষ্যবিহীন এই ল্যাবরেটরি মঙ্গলে থাকবে ২৩ মাস৷ ২০০৬ সাল থেকে কাজ শুরু হয়েছে এই অভিযানের৷ ১০০ নভোবিজ্ঞানী কাজ করে যাচ্ছেন একে সফল করে তোলার জন্য৷ এই বিজ্ঞানীদের কেউ মার্কিনী আবার কেউবা রুশ। আছেন অন্যদেশের মহাকাশ বিজ্ঞানীরাও৷ প্রথমবারের মতো এ ধরণের একটি অভিযান, আর তাই তো সকলের অংশগ্রহণ প্রয়োজন৷ নাসার http://www.jpl.nasa.gov নামক ওয়েব সাইটে গিয়ে যে কেউ অংশগ্রহণ করতে পারেন এই অভিযানে৷ এ জন্য নিজের নাম এবং দেশের নাম আর পোস্ট কোড দিয়ে একটি ছোট্ট ফর্ম পূরণ করতে হবে৷ ফর্মটি পূরণ করার সাথে সাথে আপনাকে একটি সার্টিফিকেটও দেয়া হবে ৷ যাতে লেখা আছে, ‘আপনি ইতিহাসের অংশ৷ আপনার নাম মাইক্রোচিপে করে নিয়ে যাওয়া হচ্ছে মঙ্গলে৷' ২০১১ সালেই নাসার একটি বিশেষ শকট নামগুলো ছোট্ট একটি মেমারি চিপে আবদ্ধ করে নিয়ে যাবে৷ বিশ্বব্যাপী এ পর্যন্ত ৮ লাখ ১০ হাজার মানুষ লিপিবদ্ধ করেছেন তাদের নাম! এই তালিকায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, ৩ লাখ ১৬ হাজার৷ এরপর আছে ব্রিটেনের অধিবাসীরা৷ প্রায় ৫৪ হাজার৷ ভারতের প্রায় ৩৯ হাজার এবং বাংলাদেশের ১৯'শ মানুষ রয়েছেন এই তালিকায়৷ আশা করা হচ্ছে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ল্যাবরেটরিবাহী রকেটটি মঙ্গলের দিকে ছুটে যাবে আগামী বছরের ২৫ নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বরের মধ্যে৷ এটি মঙ্গলের মাটি স্পর্শ করতে পারবে ২০১২ সালের আগস্ট মাসের কোন একদিন৷ দৈনিক ২০০ মিটার পর্যন্ত চলার সামর্থ্য রয়েছে রকেটটির৷ সব কিছু সফল হলে, ২০১২ এর এক সুন্দর সন্ধ্যাকাশে মঙ্গলের দিকে তাকিয়ে আমরাও বলতে পারবো...আমি এখন মঙ্গলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.