আমাদের কথা খুঁজে নিন

   

আবশেষে সত্যের পথে আল্লামা শফী

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। অবশেষে সত্যের পথে এলো আল্লামা শফী।রবিবারের হরতাল প্রত্যাখান করে আল্লামা শফী বলছেন, জুলুম নাস্তিকের বার আল্লাহর উপর দিলাম। হ্যঁ, আমরাও এতদিন তাই বলে আসছি। কে মুসলমান কে অমুসলমান এই স্বীকৃতির দায় রাষ্ট্রের নয়, আল্রাহর। ইসলাম ধর্মের কোথাও কোরান বা নবীকে অবমাননার বিচার ভার মানুষের হাতে দেয়া হয়নি।সুরা নিসার ১৪০ নম্ব আয়াতে বরা হয়েছে যদি কেই কোরান অবমাননা করে কিংবা কোরানের আয়াত বিদ্রুপ করে তবে তার সঙ্গ এড়াতে হবে( অনুবাদ: মাওরানা মোবারক করিম জওহর)যেসব কাটমল্রারা কোরান আরবিতে পড়েন কিন্তু ঠিক অর্থ বুঝেন না তারাই নাস্তিকদের ফাসিঁ দাবি করছেন। মাইরের ভয় হোক কিংবা আল্লাহ পাকের হেদায়েত হোক অবশেষে কথাটা আল্লামা শফী বুঝতে পারলেন। তাকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।