আমাদের কথা খুঁজে নিন

   

আবশেষে প্রতীক্ষার সমাপ্তি ।।বক্ষ থেকে প্রস্তর অপসারিতো ।।

নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
২০০৭ এর শেষের দিকে অনেক স্বপ্ন নিয়ে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। । তখন দুচোখ ভরা স্বপ্ন। ।

মন যত তাড়াতাড়ি পারাযায় বোরিং শিক্ষা জীবনের ইতি টানার জন্য ব্যাগ্র। । বের হয়ে নিজের মতো করে নিজের জীবন গুছিয়ে নেবার আকাংক্ষা। । আগে জানতাম বিশ্ববদ্যালয় লাইফ কতো মজার!!!যা ইচ্ছা করা যায়,ক্লাশ না করলেও ক্ষতি নাই!!!কিন্তু দেখি পুরাই উল্টা,২ ঘন্টা ল্যাব,তিন পিরিয়ড ক্লাশ,বিকালে আবার রিলেটেড ক্লাশ,মাথা হ্যাং করে দিতে যথেষ্ট।

। ক্লাশ শুরু হলো,ক্লাশ শুরু হবার পর একটা জিনিশ খেয়াল করে হোচট খেলাম,এবং মনে বড্ড আঘাত পাইলাম !!!আমাদের ব্যাচে কোনো মেয়ে নাই !!!নাই মানে নাই। । ২০ জনই ছাত্র!!!যাই হোক,এ ভাবেই চলতে থাকলো, প্রথম বর্ষ শুরু হতে না হতেই এক বার মারামারি,ক্যাম্পাস বন্ধ,দুই মাসের কিছু বেশি দিন। ।

দ্বিতীয় বর্ষে ওঠার পর পরই অবস্থা জটিল হয়ে গেলো। । একবার মারামারি হয়ে শিবির নেতা নোমানী মারা গেলো,তাতে ক্যাম্পাস ৩ মাস বন্ধ । । তার পর ছাত্রলীগ কর্মী ফারুক মারা গেলো।

। আবারো ৩ মাসের ঝাক্কি। । প্রথম বর্ষ শেষ হতে সময় লেগেছিলো ১ বছর ২ মাস। ।

আমাদের দ্বিতীয় বর্ষ শেষ হতে সময় লাগলো ২০ মাস !!!২য় বর্ষ পরীক্ষা দিতে সময় লেগেছে প্রায় ৪ মাস !!!১৭ জুলাই আমাদের পরীক্ষা শুরু হয়,ভাইভা শেষ হয় ২৪শে অক্টোবর। । তার পর থেকে যাযাবরের মতো ইতি-উতি ঘোরাঘুরি করে সময় কাটানো। । প্রায় ৭ মাস হতে চললো,ক্লাশ করা হয়না।

। আর কতো বসে থাকা যায়!!!অবশেষে একটা নতুন খবর পাইলাম,আমাদের তৃতীয় বর্ষ ক্লাশ শুরু হবে পহেলা জানুয়ারী থেকে !!!২০১১ এর শেষে আমাদের বের হবার কথা ছিলো,কিন্তু আমরা শুরু করবো তৃতীয় বর্ষ !!! (যেখানে আমার দর্শন সহ আরো কিছু ডিপার্টমেন্টের বন্ধুরা চতুর্থ বর্ষ শুরু করে বসে আছে!!!) । । অবশ্য আমরা বন্ধুরা বলা বলি করি যে এত তাড়াতাড়ি বের হয়ে শিক্ষিতো বেকার হয়ে বসে থাকার থেকে বাপের হোটেলে রাজত্ব করা বেশি ভালো। ।

হয়তো আর তিন বছর,কপাল ভালো থাকলে দুই বছরের মাথায় ক্যাম্পাস ছাড়তে হবে,তখন সত্যি খুব মিস করবো মতিহারের এই সবুজ প্রাঙ্গন। । প্যারিস রোডে রাতের বেলা হাটা,টুকিটাকির আড্ডা,শহীদ মিনারের রাতের আড্ডা,বদ্ধভুমীতে গিয়ে আখ কেটে খাওয়া,সাবাশ বাংলাদেশের মাঠে ক্রিকেট খেলা,মিজানের দোকানে দিন ভর আড্ডা,মাঝে মাঝে কলা ভবনে ঘুরতে যাওয়া!!! ২০১০ সাল টা আমার জীবনের সব থেকে ব্যার্থ বছর,সব দিক থেকেই। । আজ ৩০শে ডিসেম্বর,বছরের শেষ হতে চলেছে ।

। কতোদিন থেকে প্রতীক্ষা করে ছিলাম এই দিনটার জন্য,মনে অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। । মনে হচ্ছে বুকের উপর একটা বিরাট পাথর হয়ে বসে ছিলো এই ২০১০ সাল টা। ।

যাই হোক,২০১০ এর শেষে জানাই সবাই কে নতুন বছরের শুভেচ্ছা । । শুভ হোক সকলের ২০১১ এর সূচনা,শুভ হোক এর উপসংহার। । আশা করি ২০১১ হবে আপনাদের মতো আমার জীবনেরো একটি সফল বছর।

। কতটুকু সফল হয় তার প্রতীক্ষায় রইলাম । ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।