আমাদের কথা খুঁজে নিন

   

রোবটের মহাকাশযাত্রা

জাপানের নির্মিত রোবট কিরোবো। সাদা এবং কালো রংয়ের দেহ এবং পায়ে লাল রংয়ের জুতো পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা করেছে এ রোবট। জাপানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কিরোবো ২০১৮ সাল পর্যন্ত সেখানে অবস্থান করবে।
এই প্রথম মহাকাশ থেকে রোবট মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবে। মহাকাশে প্রধানত কিরোবোর সঙ্গে কথাবার্তা বলবেন জাপানি মহাকাশচারী কইচি ওয়াকাটা।

নভেম্বরে ছয়জন নভোচারির সঙ্গে তিনিও মহাকাশে যাবেন বলে জানা গেছে।
১৩ ইঞ্চি উচ্চতার রোবটটির ওজন এক কেজি বা দুই দশমিক দুই পাউন্ড। ২০১৪ সাল পর্যন্ত রোবটটি মহাকাশে অবস্থান করবে।
জাপানি শব্দ কিরোবো থেকে রোবটটির নাম দেওয়া হয়েছে। কিরোবো শব্দের আভিধানিক অর্থ প্রত্যাশা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.