আমাদের কথা খুঁজে নিন

   

রোবটের মস্তিস্ক

আসুন রোবট এর মস্তিস্ক কিভাবে কাজ করে তার সমন্ধে কিঞ্চিৎ জানি। বাংলাদেশে এখন অবধি কোন রোবট আবিষ্কার হয় নাই যেটি কোন আদেশ শুনে সেই অনুসারে কাজ করে। যার মানে হল আপনি রোবটকে বললেন যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এস আর রোবটি আপনার কথা মত আপনাকে খাবার ঘড় থেকে একটি গ্লাস নিয়ে, সেই গ্লাসে জগ থেকে পানি ঢেলে, আপনার শোয়ার ঘড়ে নিয়ে আসবে। এই যে আমি পানি আনার যে পদ্ধতি বললাম সেটাকে প্রজুক্তির ভাষায় বলা হয় algorithm. সোজা কথায় একটি কাজকে ভেঙ্গে ছোট ছোট অংশে ভাগ করা যা কিনা যন্ত্রের বুঝতে সুবিধা হয় এটিকেই algorithm বলে। সাধারণত এই কাজটি কম্পিউটার নিজে নিজে করতে পারেনা আর রোবট নিজে নিজে করতে পারে।

কম্পিউটারের algorithm করে দেয় একজন প্রোগ্রামার। রোবটকে চালাতে কি তাহলে কোন প্রোগ্রামের প্রয়জন নাই? এ প্রশ্নের উত্তর হল অবশ্যই আছে এবং সেই প্রোগ্রামিং এর নাম হল neural network. এই প্রোগ্রামিং এর বিশেষত্ব হ্ল এর মাধ্যমে কোন যন্ত্রকে মানুষের মস্তিস্কের মত কাজ করানো হয়। যেমন ছোট কালে আমাদেরকে চেনানো হত বিভিন্ন আসবাবপত্র, বই, অক্ষর ইত্যাদি। neural network এর মাধ্যমে রোবট কোন চিত্রকে সনাক্ত করতে পারে এবং সেই অনুসারে কাজ করতে পারে। যারা যন্ত্রকৌশল বিভাগের ছাত্র তারা শেষ সালে হয়ত রোবটিক্স সমন্ধে জানতে পারবেন।

আর যদি আপনি স্নাতক ডিগ্রী নিতে চান তাহলে neural network সমন্ধে বিস্তারিত জানতে পারবেন। কিন্তু আফসোস এর বিষয় এই যে বিদেশে এই বিষয়ের অতিরিক্ত চাহিদা থাকার কারনে এই বিষয় পড়ানোর মত শিক্ষকের খুব অভাব। তাই কতিপয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয় থাকলেও শিক্ষক সল্পতার কারনে এই বিষয়টি বাতিল করে দেয়। আমি আর বিস্তারিত লিখছি না। আমি চাই আমরা যে রোবট বানাব সেটার উপর যেন সবার অবদান থাকে।

তাই আপনি মন্তব্য করুন রোবট বানাতে আর কি কি প্রয়জন পরে যা আপনি চিন্তা করেন। সবাই মিলে চিন্তা করলে হয়ত এটি একটি বিশ্বমানের রোবট হওয়ার গৌরব লাভ করতে পারে তাই আপনি মন্তব্য করুন এবং অংশ রাখুন একটি বিশ্বমানের রোবট তৈরিতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.