আমাদের কথা খুঁজে নিন

   

রোবটের হাঁটার যান্ত্রিক কৌশল উদ্ভাবন করলেন রুয়েটের দুই শিক্ষাথর্ী



মানব আকৃতি রোবটের সহজে হাঁটার যান্ত্রিক কৌশল উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র জুয়েল ও মাহফুজ। বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও চিনত্দা-ভাবনা থেকে এর উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন তারা। 'ডিজাইন এ্যান্ড কনস্ট্রাকশন অব এ সিম্পিস্নফাইড ওয়াকিং মেকানিজম অব হিউম্যানাইড রোবট' শীর্ষক প্রকল্পে গবেষণা করে তারা এটি নির্মাণ করেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই রোবট উদ্ভাবনের কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অল্প ব্যয়ে বিভিন্ন দেশীয় ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির বাদ পড়া অংশ ব্যবহার করে মানব আকৃতির এই রোবটের হাঁটার সাথে সম্পর্কিত নিম্নাংশটি তৈরি করা হয়েছে।

এটি স্বাধীনভাবে শুধুমাত্র দু'পায়ের উপর ভর করেই হাঁটতে পারে। একটি মাত্র মোটর ব্যবহারে সম্পূর্ণ হাঁটার কৌশলটি নিয়ন্ত্রণ করা গেছে। মোটর চালানোর জন্য ব্যবহার করা হয়েছে একটি ব্যাটারি। প্রতি পদৰেপে 3.75 সেকেন্ডে 2 ফুট দূরত্ব অতিক্রম করতে পারে এটি। উদ্ভাবক জুয়েল ও মাহফুজ জানান, ঝুঁকিপূর্ণ ও দুর্গম স্থানে তথ্য সংগ্রহের জন্য এই রোবটটি পাঠানো সম্ভব।

এছাড়া দ্রব্যসামগ্রী পরিবহন করতেও সৰম এটি। যথাযথ পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তা পেলে রম্নয়েটেই সম্পূর্ণ রোবট তৈরি করা সম্ভব বলে উলেস্নখ করেন তারা। শেষে উদ্ভাবিত রোবটের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রম্নয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও রোবটিক সোসাইটি অব রম্নয়েটের প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান রানা উপস্থিত ছিলেন। ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 31.03.2007 ঃঃ



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.