আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি ইন্টারনেটে বাংলা লিখতে চান তাহলে অভ্র (Avro 5.1.00) হবে আপনার জন্য বেষ্ট*

 
 
 
 
হেলো ফ্রেন্ড! আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই । আজকে আমি টেকটউনসে ৩য় পোষ্ট করছি । আজকে আমি বাংলা ভাষার দারুন এক সফটওয়ার অভ্র নিয়ে আলোচনা করছি । অভ্র হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলা লেখার নাম্বার ওয়ান কিবোর্ড।

এই কিবোর্ড ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে মাউসের রাইট কি চেপে ট্যাব দিন ।
Download Now (portable)
Download Now (not portable)
Avro images
অভ্র কিবোর্ড ৫ এর ব্যবহার নিদেশিকা
বাংলা লেখার সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে এসেছে অভ্র মাউস। এর সুবিধা গ‌ুলো নিম্নরূপ:
১) এটি একটি সব্য়ংসম্পূর্ণ Onscreen Keyboard। যেসব সফটওয়্যার এর আপনি সাধারণভাবে কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখতে পারেন, তাদের সবটাতেই অভ্র মাউস ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কোন কিবোর্ড লেআউট মুখস্থ করার প্রয়োজন নেই।


আরও অনেক সুবিধা রয়েছে যা আপনারা সফটওয়ার ইন্সটল করার পর কিবোর্ড এর হেল্প বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন বেশ কয়েকটা PDF ফাইল। ওগুলো দেখলেই আপনারা শিখতে পারবেন অভ্র এর শহজ ব্যবহার। আপনারা ভালো থাকবেন এই আশায় শেষ করছি আজকে।
বাই বাই!!

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।