আমাদের কথা খুঁজে নিন

   

তুমিও শীতপাখি



তুমি তো শীতের মত ঝাপসা, নিয়ে শীত কুয়াশার পাখি। যেন অতিথি পাখি। সুসময়ে উড় তুমি ভিনভিনিয়ে, সুসময়ের মাছি তুমি শীতপাখি। খাও তুমি চর মোর বুকে, নিয়ে চর্বি গজিয়ে একরাশ, ছোট মাছ শামুক নাও তুমি মুখেতে। তুমিও তো তাদেরই মত, ঐ যে সব শীত পাখি! আসে শুধু শীতে নয়, দুঃসময়ে, আসে শুধু যাযাবর হয়ে, লুফে নেয় শুধে নেয় সবকিছুতে। তুমিও তো শীত পাখি এসেছিলে অতিথি হয়ে মোর জীবনে, অতিথি পাখি অতিথি হয়ে, মন বাসনাতে লেগে রং জ্বলছিল, উড়ে গেলে কোথা তুমি যাযাবর পাখি? বুঝেছি আমি, পিছে ছুটে লাভ নেই। তুমিও শীত পাখি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।