আমাদের কথা খুঁজে নিন

   

তুমিও রাঙালে চোখ?

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ যদি খুব বেশি মনে পড়ে ভেবে নিয়ো নির্বাসনে আছি খেয়ে-দেয়ে-নেচে-গেয়ে নদীর কিনারে ঘুড্ডি উড়াচ্ছি যদি বারংবার নজর পড়ে মুঠোফোনে যা আগে খুব বেশি বেশি বাজতো আসলে বাজতো না; নীরবে ডেকে যেত সেইটা মুঠোয় নিয়ে থাকতে পারো ব্যস্ত যদি ঘুম না জড়ায় নিশীথ রজনীতে বন্ধ দুচোখ;নিউরন শুধু করে রোমন্থন ফেলে আসা কিছু পদাঙ্কের অনুরণন কষ্টে ভেবে নিয়ো; বেদনাহত গমন ভেবে নিয়ো শূন্যতার পানে চেয়ে চেয়ে কাটছে আমার পরবাসী রাত-দিন মুহূর্তেরা যেন নির্জন দ্বীপের বাসিন্দা তোমার অবয়বটির বিম্ব তবুও অমলিন সবাই যখন দিচ্ছে দুখ তুমিও রাঙালে আড়-চোখ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।