আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সংস্কৃতি কি এতটাই দৈন! ! ! ! !

কি করি আমি, কি কি কি কি করি করি....

আজকাল কার দিনে আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, আরবান ফিকশান, স্যাটানিক ঘরানার মেটাল, হার্ড মেটাল, ডেথ মেটাল ব্যান্ড গুলোর ব্যাপক জনপ্রিয়তায় এল, আর, বি , মাইলস, জেমস এর গান গুলো আর আগের মত শোনা হয় না. আমরা যারা এস, এস, সি-২০০২ ব্যাচের আমাদের এগ্জাম শেষ হবার পর পেপসির যে কনসার্ট হয়েছিল তার কথা নিশ্চই মনে আছে? আমার মনে আছে অনেক কষ্টে ১৫০ টাকা জমিয়ে আর্মি ষ্টেডিয়াম এ গিয়ে ছিলাম কনসার্ট দেখতে... আহ সে কি উত্তেজনা.... আমাদের ক্লোজ ফ্রেন্ডরা সবাই প্রায় ২৫-৩০ জনের দুষ্টু ছেলের দল.... জেমস এর ফেসফেস সুরেলা গলায় কবিতা তুমি .... বিজলি, মৗরা বাঈ.... আহ কি দিন.... তার পর অনেক কনসার্ট দেখেছি. কিন্তু তখনকার মত করে না.. যত বড় হচ্ছি ততই অবাক হবার ক্ষমতা কমে যাচ্ছে... গত ২ জানুয়ারি আমরা সব বন্ধুরা মিলে আবার গিয়ে ছিলাম আর্মি ষ্টেডিয়াম আবার ভাসলাম আনন্দে.. সাথে সাথে একটা কষ্টও জাগলো মনে... আমাদের সংস্কৃতি কি এতটাই দৈন!!! যে আমাদের দেশে আয়োজিত প্রথম বিশ্বকাপে আমরা তা তুলে ধরতে পারছি না??!!! ভারত থেকে শিল্পি এনে সেই দৈনতা ঢাকতে হচ্ছে ! ! !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.