আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজারের আইপিওর মত বিশ্বকাপ ক্রিকেটের টিকেট??........সংশ্লিষ্ট ব্যাংকের বাইরে আম-জনতার দীর্ঘ সারি



আমি আঁতকে উঠি যখন দেখি আমার ভার্সিটির বন্ধু ফয়সাল ফেসবুকে লিখেছে যে সে নাকি গতকাল সন্ধা থেকে বিশ্বকাপ ক্রিকেট এর টিকেট লাইনে দাঁড়িয়ে আছে। ছেলেটার খেলা দেখার বড় খায়েশ নতুবা সে কেন এই হাড় কাঁপানো শীতে একখান টিকেট এর জন্য লাইনে দাঁড়াবে? আমি অবশ্য তখন থেকেই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। আমাদের দেশে আম-জনতার ভোগান্তির কমতি নেই-বাসে ওঠার লাইন,ওএমএস এর চাল কেনার লাইন, টিসিবির চাল-ডাল-তেল কেনার লাইন, আরো আছে শেয়ার বাজারের আইপিও কেনার লাইন। আমার মনে পড়ে একদিন এক কড়া রোদের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত ধানমন্ডিতে এক ব্যাংকের আইপিওর ফরম জমার লাইনে দাঁড়াইছিলাম, আহারে কী যে কষ্ট! ৩০ টার মত জমা দিয়ে মুদি রানে আউট হয়ে গেলাম,একটাও পেলাম না-অবশ্য জীবনের কোন লটারিতেই ভাগ্য আমার পক্ষে সায় দেয়নি, আসলে" অভাগা যে দিকে যায়, সাগর ও শুকিয়ে যায়"। সেদিন থেকে আইপিওর কেচ্ছা ফিনিশ,এখন সেকেন্ডারিতে পড়ে আছি আর কি! তো বিশ্বকাপ ক্রিকেটের টিকেট বিক্রির এই লাইন দেখে আমার অতীতটা একটু ঝালাই করে নিলাম আরকি,ডিজিটাল যুগে এনালগ পদ্ধতি-ভাবতে ভালই লাগে। আসলে কে না চায় বিশ্বকাপ দেখতে ?আর সেটা যদি হয় তার নিজ দেশে! তাই এই উপচেপড়া ভিড়। স্টেডিয়ামে দর্শকদের আসন সংখ্যা খুবই কম, তার বিপরীতে আমাদের প্রোডাকটিবিটি মাশাআল্লাহ্,এখানে কোন সিস্টেম লস নাই,শুধু বাড়ছে আর বাড়ছে। আমি অনেক গবেষণা( গরু খোঁজা আর কি) করে দেখলাম আমাগো দেশের পাতি স্টেডিয়াম গুলো ঘিরে বড় বড় আমাজান মার্কা লম্বা লম্বা গাছ লাগালে মন্দ হয়না(?), তাতে কর্তৃপক্ষের আয়(?) ও বাড়ল, দর্শকের চাহিদাও মিটল । ক্রিকেটপ্রেমী ও প্রেয়সীরা পরোটা ও আলুভাজি নিয়ে গাছের মগডালে উঠে যেতে পারেন ,অবশ্য এখন চটপটি আর ফুসকার যুগ( বিলেতি আর চাইনিজ খাদ্যাভ্যাসের কুপ্রভাব আরকি!) ,সুতরাং সেটা নিয়েই ঝটপট উঠে পড়ুন,আর নাচতে নাচতে , গাইতে গাইতে দেখতে থাকুন আপন মনে বিশ্বকাপ ,কিন্তু ভুলেও সাম্বা নাচ নামতে যাবেন না , তাইলে ক্কিন্তু মগডাল থেকে সোজা ........শেষে আপনিই হয়ে যেতে পারেন ফুটবল কিংবা ক্রিকেট বল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.