আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের প্রতি প্রস্তাবনাঃ বিবেক মাইক্রো ক্রেডিটঃ একটি এন্টি ইউনুস মাইক্রো ক্রেডিট

মতলববাজি খতম করি, বিবেকদন্ড বহাল করি

হে আধাঁর মুখমন্ডল। সম্প্রতি ইউনুসের কিয়দংশ গোমর ফাঁসের ঘটনাতে আমরা ব্লগাররা যে ভাবে সামহয়্যারইনব্ল'কে উত্তপ্ত করলাম- এটা কি খুব একটা কাজের কিছু হলো? বল। সমালোচনা করা তখনই শোভা পায় যখন বিকল্প গঠন মূলক দৃষ্টান্ত স্থাপন করা যায়। বল। ইউনূস ব্যাংকারদের বিপক্ষে এই যে সমালোচনার মিছিল তা স্বার্থক করতে হলে এবং বর্হিবিশ্বের কাছে দেশ জাতির থমথম মুখে গর্ব অনুভব করাতে হলে আমরা যারা নিজেকে স্ক্রপিউলাস দাবী করি তাদের কে ‘বিবেক মাইক্রো ক্রেডিট প্রকল্প কায়েম করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহন করা বিবেক এবং সময়ের দাবি।

বল। বিবেক মাইক্রো ক্রেডিট ধারনার মূলথিম হলো- সমাজের আর্থিক স্বচ্ছলতাধারীরা নূন্যতম পাঁচ বছর মেয়াদে কিস্তিতে মূলধন ফেরত পাওয়ার শর্তে বিবেক ফান্ড গঠনের লক্ষ্যে মাসিক একশত টাকা জমা করতে থাকবে অভাগাদের বিনা সূদে ক্ষুদ্র ঋন দেয়ার নিয়তে। শুধু স্টাফ খরচ আর বিবেক ফান্ডের স্থায়ী মুলধন সৃষ্টির জন্য একটা পারসেন্ট কাটা হবে। যা বর্তমান বাজারে সুদ আদায় করার তিন ভাগের এক ভাগ হতে পারে। বল।

আল্লা এলহাম দিলেন যে- যদি আমরা বিবেক মাইক্রো ক্রেডিট চালু এবং প্রসার ঘটাতে পারি। তবে পৃথিবীর এক সংগমকাল সময় কালেই তিনি আমাদের আত্মিক শান্তির নোবেলে ভূষিত করবেন। পাশাপাশি আর্থিক স্বচ্ছলতাধারীদের বিভিন্ন সঞ্চয় ফান্ডের বরকত দিবেন। বল। আল্লাহুমা আমিন।

যে বা যহারাই লোভ হিংসা নিয়ন্ত্রন করতে পারলো তারাই সফলকাম। বল। সব ধর্মের একই সুর মূল্যবোধ আর নৈতিক গুন। ডান বাম সমস্যা নয় যদি থাকে বিবেক গুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.