আমাদের কথা খুঁজে নিন

   

শহীদদের আত্মা যেন আজ শান্তি পেল। শহীদরা আজ কাদছে, কারন তারা আজ খুব খুশী। খুশীতে তারা কাদছে।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি। মনে হচ্ছে সারা শরীল দিয়ে প্রশান্তির এক হাওয়া বয়ে যাচ্ছে।

চোখে জল চলে আসচ্ছে। চিৎকার করে কাদতে ইচ্ছা করছে। খবরটা শুনেই যেন শরীলের সবগুলো পশম দাড়িয়ে যা্চ্ছে। কি করব কিছু বঝতে পারছি না। কি করা উচিত এখন আমার।

কোথায় রাখবো এত খুশী। মনে হচ্ছে যদি পাখা থাকতো ডানা মেলে আকাশে উড়তাম। সবাইকে জানিয়ে দিতাম আজ আমি কত খুশী। ইচ্ছে হচ্ছে ফুল দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাতে চাই সেই শহীদদের যাদের রক্তের বিনিময় আজ আমরা এই স্বাধীন দেশে প্রান খুলে বসবাস করছি।

ইচ্ছে হচ্ছে কবর খেকে শহীদদের তুলে নিয়ে আসি। নিয়ে এসে আমরা একসাথে উল্লাস করি। আজ আমি অনেক খুশী। সেই এৈতিহাসিক বিচার হল আজ। ন্যায় বিচার পেয়েছি আমরা।

শহীদদের আত্মা যেন আজ শান্তি পেল। শহীদরা আজ কাদছে, কারন তারা আজ খুব খুশী। খুশীতে তারা কাদছে। আমি যেন স্পষ্ট শুনতে পারছি তাদের চিৎকার। চিৎকার করে তারা বলছে তাদের খুশীর কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।