আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন দাড়িয়ে থেকেও রাতের অধাঁরে ষ্টেডিয়ামে গিয়ে খেলা দেখার স্বপ্ন ভঙ্গ চোখের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডারা দখল করে নিল সিটি ব্যাংকের নিউ মার্কেট শাখা

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

স্বপ্নের বিশ্বকাপ ষ্টেডিয়ামে বসে দেখার জন্য শনিবার দুপুর ১ টা থেকে লাইনে দাড়িয়ে ছিলাম সিটি ব্যাংকের নিউ মার্কেট শাখায় ১৫০ জনের মধ্যে ছিলাম বলে স্বপ্নটা অনেক কাছেই মনে হয়েছিল, মনে মনে অনেক কিছু ভাবছিলাম দুটি টিকিট এর মধ্যে একটি ছোট ভাইকে দিব, ষ্টেডিয়ামে একটা বড় পতাকা নিয়ে যাব, ষ্টেডিয়ামে বসে গর্জন করর্ব, টিকেটা কিনা হলেই বাসার ছাদে টানানো পতাকাটার সামনে দাড়িয়ে ভি চিহ্ন দিয়ে ছবি তুলব হাতে থাকবে আমার টিকিটের ভাউচারটা তারপর ছবিগুলো ফেইস বুকে দিব ব্লগে সবাইকে জানাব। অতঃপর- রাত ১২টার পর একদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডারা এসে লিষ্ট টানিয়ে দিল ৩৮০ জনের আর সবাইকে বলল লাইনে থাকার দরকার নেই লিষ্টের বাহিরে কেউ টিকেট পাবেনা। এই ৩৮০ জন সকালে লাইন ধরবে। সিটি কলেজের কয়েকটা ছেলে সহ আমরা কয়েকজন কিছু বলতে গেলে বলল পারলে দখল করে নেন, এরপর হট্রগোল সব লাইন ভঙ্গ, ততক্ষনে আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার, তারপর এদিক সেদিক ছুটা ছুটি করলাম আমার সাথের লোকজন গুলোও খিস্তি খেউর তুল্লেও নিচু সুরে, তারপর অনেক্ষন দাড়িয়ে থাকলাম সিটি কলেজের সামনে, আমার কিছুতেই ফিরে আসতে ইচ্ছে হচ্ছিলনা কারন সারাদিন দাড়িয়ে থেকে ছোট ভাইটিকে একটি টিকিট দিতে পারব না এটা কোন ভাবেই মেনে নিতে পারছিলাম না, অবশেষে কোন আশা না দেখে রাত ২টায় বাসায় ফিরলাম। বাসার ছাদে গিয়ে পতাকাটার সামনে অনেক্ষন দাড়িয়ে থাকলাম ইচ্ছে হচ্ছিল পতাকাটা পুড়িয়ে দেই, নাহ আমি এমনটি করতে আমি করতে পারিনি, এটা আমার অনেক শখের পতাকা, বাংলাদেশের প্রথম টেষ্ট খেলা হতে শুরু করে সর্বশেষ জিম্ববুই সিরিজ পর্যন্ত অনেক খেলার সাক্ষি আমার এ পতাকাটি একে আমি অনেক ভালবাসি অনেক অনেক... নিজের অবেগ ধরে না রেখতে ফেলে কেদেঁ ফেললাম।

ছোট ভাইটি আমি ফেরার আগেই ঘুমিয়ে পরছে যানি আমার সাখে সেও হয়ত অনেক স্বপ্ন দেখেছিল, হয়ত ঘুমের মধ্যে এখনো দেখছে, ইচ্ছে হচ্ছে জাগিয়ে বলি আর মিথ্যে স্বপ্ন দেখার দরকার নেই। বাবা আমাকে সন্ত্রাসী বানায়নী তাই টিকেট পাইনি। পরবর্তী বিশ্বকাপ দেখার জন্য তুমি সন্ত্রসী হও অন্যথায় ষ্টেডিয়ামে গিয়ে খেলা দেখার স্বপ্ন ছাড়। হায় সব আশা আমার আজ গুড়েবালী, আমি ব্লগ লিখছি কিন্তু ছবি তোলার প্রয়োজন বোধ করছিনা আমার হাতে কোন স্বপ্নের বিশ্বকাপ টিকেট নেই। সবার কাছে ক্ষমা চাচ্ছি মনে মনে যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা রাখতে পারছিনা।

কারন আমি দূর্বল আমার অপরাধ আমার পিতামাতা আমাকে মনুষত্যের শিক্ষা দিয়েছে বিবেক কে দিয়েছে দিক্ষা কিন্তু তারপরও আমার অযোগ্যতা তাহারা আমাকে সন্ত্রাসী কিংবা ক্যাডার বানায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।