আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন আজ



সকালে ঘুম ভাঙতেই মনে হল ফোনের বিল দেয়া হয়নি-যদিও গতকাল মেসেজ পেয়েছিলাম যে ক্রেডিট লিমিট ছুই ছুই করছে। বিছানা থেকে উঠতেই ইছ্ছা করছিল না। অথচ ঘড়ির কাটা টিক টিক করে মনে করিয়ে দিছ্ছে অফিসের সময় হয়ে যাছ্ছে। ঘড়ির দিকে তাকিয়েই দেখলাম আট টা বাজে। তড়িৎ উঠে বসলাম, বউ তখনো ঘুমুছ্ছে-বুঝলাম না ও আজ অফিসে যাবেনা নাকি? আমার তো অফিস কাছেই, কিন্তু ওর তো সেই সাত সমুদ্র পার হয়ে যেতে হবে সেই কতদূর।

ওর ঘুম ভাঙানোর জন্য এসি বন্ধ করে দিয়ে বিছানা থেকে নামতেই ওর চিৎকার-"এসি বন্ধ করলা কেন?"শুরু হল আরেকটা দিনের। যাইহোক কোনমতে রেডী হয়ে রুম থেকে বেড়িয়েই ড্রাইভার এর মুখোমুখি পড়ে গেলাম। ওর সামনে পড়তে আমার ভ্যই লাগে। বেটা যখন ই দেখে তখনই গাড়ির কোন সমস্যার কথা বলে টাকা খসায়। আজকেও যথারীতি বলল-"ভাইয়া পাওয়ার অয়েল লাগব"।

মনে মনে গালি দিলাম শালা শুরু করছে, ১৮০ টাকা দিয়ে বের হলাম। তারপর সারাদিন?????বসের কালো মুখ, সামহোয়ার ইন ব্লগ, এখন সন্ধা, অফিস থেকে বের হয়েই যাবো বউ এর অফিসে। ওকে পিক করে ফিরতে ফিরতে আটটা থেকে নয়টা। তারপর????মুভি, মুভি মুভি...। ফোনটা বের করলাম ফোন করার জন্য বউকে।

ফোন করতেই মনে পড়ল বিল দেয়া হয়নি, লাইন কাটা। এত কিছু করলাম সারাদিন, নিজের কাজের সময়টাই পেলাম না!!!হায়রে আমার জীবন..ত্রিশ বছর বয়সেই বুড়িয়ে যাছ্ছি মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।