আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ে শান্তি চাই

পাহাড়ে অশান্তির থাবা বিস্তার করা হচ্ছে পরিকল্পিতভাবে। অপহরণের গুজব ছড়িয়ে বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘাত বাধিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি অপহরণের গুজব ছড়িয়ে পাহাড়িদের বেশ কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বহিরাগতরা। অবস্থা এতটাই ভীতিকর হয়ে দাঁড়ায় যে তাদের কেউ কেউ নিরাপত্তার সন্ধানে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ারও চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের শক্ত পদক্ষেপে পরিস্থিতির উন্নতি হয়।

পালিয়ে যাওয়া পাহাড়িদের ফিরিয়ে আনা সম্ভব হয়। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি সংঘাতের নেপথ্যে রয়েছে ভূমিবিরোধ। পার্বত্য শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়নের অভাবে বিভেদকামী শক্তি পাহাড়ে অশান্তি সৃষ্টির সুযোগ পাচ্ছে। বিভেদকামী শক্তিকে মদদ জোগাচ্ছে চুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রতার ঘটনা। জাতীয় ঐক্যের জন্যও বিভেদের পরিবেশ বিসংবাদ সৃষ্টি করছে।

আমরা মনে করি, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলার স্বার্থে ভূমি বিরোধের ন্যায়ভিত্তিক সমাধান প্রয়োজন। সংঘাতের সময় পাহাড়িদের জমিজমা অপদখলের যেসব ঘটনা ঘটেছে তা দখলদারদের হাত থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে হবে। পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারেরও উদ্যোগ নেওয়া দরকার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শান্তিচুক্তির দেড় দশক অতিক্রম হতে চললেও চুক্তির অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। আমলাতন্ত্রের ফাঁদে ফেলে শান্তিচুক্তির বাস্তবায়ন ঠেকিয়ে দেওয়া হচ্ছে।

কায়েমী স্বার্থবাদীরা নিজেদের অশুভ প্রভাব জিইয়ে রাখতে পাহাড়ে অশান্তি জিইয়ে রাখার চেষ্টা করছে। এ ব্যাপারে শান্তিচুক্তিবিরোধী সংগঠনগুলোর ভূমিকা শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। পরস্পরের প্রতি অসহিষ্ণু শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি ও বাঙালি সংগঠনগুলো গুজব ছড়িয়ে সংঘাতের উসকানি দিচ্ছে। পার্বত্য তিন জেলার শান্তি-শৃঙ্খলার স্বার্থে এসব সংগঠনের ওপর নজরদারি রাখতে হবে। পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশের বিকল্প নেই।

এ প্রশ্নে এ এলাকায় বসবাসকারী পাহাড়ি-বাঙালি সবাইকেই সচেতন হতে হবে। বিভেদকামী

শক্তির থাবা ভাঙতে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.