আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেফতার ৫

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার বোতল ফেনসিডিল ও দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শেখ আল ফয়সাল, ঝন্টু, মঞ্জুরুল আলম ও জসিম উদ্দিন। গত সোমবার রাতে পল্টন ও সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া গতকাল বিকালে যাত্রাবাড়ীর মীরহাজারীবাগ এলাকা থেকে সুজন মিয়া নামে অন্য এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস পেথেডিন ইনজেকশন ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মিসতাহ উদ্দিন আহমেদ। ডিবির এসি (পশ্চিম) এ কে এম মাহবুবুর রহমান জানান, রাত ১১টার দিকে পল্টনের ভাসানী ভবনের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে প্রাইভেটকার থেকে মঞ্জুরুল, ফয়সাল ও জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসায় জড়িত। যশোর ও ঝিনাইদহ সীমান্ত থেকে তারা ফেনসিডিল এনে ঢাকায় বিক্রি করেন। ঈদ উপলক্ষে ফেনসিডিলের চাহিদা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বড় চালান রাজধানীতে নিয়ে আসেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.