আমাদের কথা খুঁজে নিন

   

রসের হাঁড়ি

কোন কোন সময় আমি একা হয়ে যাই
১ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক লোক হোটেলে গিয়ে উঠল, সেখানে ম্যানেজারের সঙ্গে তার কথোপকথন— ভদ্রলোক : ম্যানেজার সাহেব, আপনার হোটেলে শান্তিতে থাকা যাবে তো? ম্যানেজার : নিশ্চয়ই, মনে হবে একেবারে নিজের বাড়িতেই আছেন। ভদ্রলোক : দুঃখিত, আপনার হোটেলে থাকতে পারছি না। ২ নিয়মিত মদ্যপানের দায়ে সাজা পেল সৈনিক। কিন্তু দক্ষ সৈনিক বলে ক্যাপ্টেন ভাবলেন ওর সঙ্গে খোলাখুলি আলোচনা করবেন। ক্যাপ্টেন : মদটা ছাড়তে পারলে লেফটেন্যান্ট হওয়ার সুযোগ আছে তোমার।

সৈনিক : তা জানি। কিন্তু কয়েক ফোঁটা পেটে পড়লেই তো আমি জেনারেল হয়ে যাই। ৩ দুই বন্ধুর মধ্যে কথোপকথন ১ম বন্ধু : তুই কি স্বপ্ন দেখিস? ২য় বন্ধু : প্রতি রাতেই স্বপ্ন দেখি যে, আমি উড়ছি। ১ম বন্ধু : তাহলে চিত্ হয়ে ঘুমালেই পারিস। ২য় বন্ধু : কিন্তু মুশকিল হচ্ছে, চিত্ হয়ে থাকলে তো সমস্যা দেখা দেয়।

তখন আমি স্বপ্নে উড়তে পারি না। ৪ ট্রেনের মধ্যে যাত্রী ও টিকিট চেকারের মধ্যে কথোপকথন— চেকার : ম্যাডাম, আপনার টিকিটটা দেখি। যাত্রী : কী আর বলব ভাই, টিকিট তো কেটেছিলাম, কিন্তু খোকা সেটা খেয়ে ফেলেছে। চেকার : কোথায় যাবেন আপনারা? যাত্রী : দিনাজপুর। চেকার : তাহলে জলদি আরেকটা টিকিট কেটে ফেলুন।

ট্রেন তো মাত্র টাঙ্গাইল ঢুকেছে। ... ৫ বাবা ও মেয়ের মধ্যে কথোপকথন: গ্রাম থেকে প্রথমবারের মতো এক বাবা তার মেয়েকে নিয়ে এসেছেন ঢাকায়। একদিন তিনি তার ছোট মেয়েকে নিয়ে ঢাকা বিমানবন্দরে বেড়াতে আসেন। বিমানবন্দরে বিশাল আকারের বিমান দেখে মেয়ে প্রশ্ন করল: মেয়ে : বাবা, এত বড় বিমান— এর শরীরে রং দেয়া হয় কীভাবে? বাবা : প্লেন যখন আকাশে ওঠে তখন একে ছোট দেখায়, আর ওই সময়ই...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।