আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনাদ



আজ আবার মনে পড়ে গেল সে দুঃসহ গল্পের শুরু এবং শেষ! আবার যাপন করতে হলো প্রতিটি অনুভূতি- কোথায়,কখন,কিভাবে একটু একটূ করে মরনের দিকে এগিয়ে গিয়েছিলাম… দিন শেষে অপেক্ষার প্রহর গোনা আর ছোট্ট একটি কথায় চুর্ণ বিচুর্ণ করে দেয়া আমার হ্দয়ের রক্তাক্ত টুকরোর স্মৃতি আজ আবার মনে পড়ে গেল… স্মৃতিগুলো বন্ধ করে রেখেছিলাম মনের এক অন্ধকার কোণে প্রয়োজন ছাড়া সেথায় যেতে ইচ্ছে করে না- তবু আজ যেতে হলো। সব কিছু সদ্য পাওয়া ক্ষতের মত এখনও তাজা আর রক্তে ভেজা… এত সময় পেরিয়ে শুকোয়নি এতটুকুও! আকাশ পানে তাকিয়ে বুক চিরে বেরিয়ে আসে আর্ত্ নাদ- হে প্রভু!আর যেন আসতে না হয় এখানে আমার মনের এ আধার কোনে… ভেবেছিলাম শত আঘাতে ভাঙ্গা অন্তর জোড়া লাগাতে পেরেছি, কিন্তু এখনও অসহায় লাগে নিজেকে মনে হয় শাস্ব প্রস্বাশ বন্ধ হয়ে আসছে মুহুর্তে ফিরে যাই সেসব অসহনিও সময়গুলোতে… দ্রুত বেগে বেরিয়ে আসি। ভাবি পারবো কি সত্যি কোন দিন সেখানে কাছে যেতে- শান্ত,সুস্থির হয়ে? প্রতিষ্ঠিত সত্য… অতীত যদি হয় বিষাদে ভরা সে কষ্ট বার বার মনে পরে জীবনে বেচে আছি এ ভুবনে তবু জিবন্ত লাশ হয়ে… স্মৃতির কস্ট সইতে হবে, এড়াতে পারব না জানি শুধু এ সত্য সইবার শক্তি দিও হে দয়াময়! এইটুকু অনুগ্রহের জন্যে চেয়ে আছি আমি…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।