আমাদের কথা খুঁজে নিন

   

আমার সময়ের ব্যবচ্ছেদ, সাথে প্রার্থনাদ ..আর শুভ নববর্ষ ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

মাঝে মাঝে খুব এলোমেলো লাগে সবকিছু। কি করতে চাই আর কি করব এর মাঝে কোন সেতু খুজে পাই না। আবার সেই সময় টা কেটে গেলেই মনে হয় ঠিক ই ত আছে সবকিছু, এরকম ই তো হবার কথা ছিল। রাস্তার লাখ লাখ গাড়ির মাঝে একেবেঁকে ছুটে যাওয়া ঘর্মাক্ত রিক্সাওয়ালা কে দেখে ভাবি, আমিও তো এরকম হতে পারতাম, কিন্তু আমি এরকম হইনি, নিজেকে নিজের কাছেই ছোট লাগে, টাকা দিয়ে একটু হলেও বড় সাজার চেষ্টা করি, আবার সেই সাথে একটাকা বেশী চাইলে গলার জোরে বুঝিয়ে দিতে চাই, আমি তার চেয়ে অনেক বড়, না পারলে গায়ে হাত ...এই ভাবেই চলছে, চলবে ... পহেলা বৈশাখ এলেই নিজের মধ্যে উন্মাদনা লাগে, নিজেকে কিভাবে সাজাব সে চিন্তাই মাথায় আগে আসে, এত ভীড়, গায়ে গা লাগা অবস্থা, তবু ভালো লাগে, সবাই কে খুব আপন মনে হয়, শুধু আপন মনে হয় না শানকি তে পান্তা , ইলিশ খাওয়া মানুষদের, আর সেই ব্যবসা করার মানুষগুলোকে। আমার নিজস্ব একটা ধারনা আছে, যারা সারাজীবনে কখনও পান্তাভাত ছুঁয়েও দেখেনি,যাদের বাসায় আগেরদিন রাতের ভাত ফেলে দেয়া হয়, পানি দিয়ে রাখা তো অনেক দুরের কথা, তারাই পহেলা বৈশাখে পান্তার উপর ঝাঁপিয়ে পড়ে, ষ্টাইল মনে করেই হয়ত ঝাঁপিয়ে পড়ে, তাদের কে আমার করুনা হয় ... শপিং মলগুলোতে পা রাখার জায়গা নেই, কে কার আগে ভালোটা বেশী দাম দিয়ে কিনে নিতে পারবে সে প্রতিযোগীতা, হারলে মন খারাপ, কেন পেলাম না? ২০০ টাকা এক্সট্রা খরচ করার সময় শখের দাম লাখ টাকা , এই বাক্যটা মনে করি, মনে করে শান্তি পাই, হায়রে শখ, কারো তো খাবারও নাই ... থাক, এসব চিন্তা করা আমার দায়িত্ব না, মহান, দয়াময় ঈশ্বর আছেন উপরে, তিনি দয়া করবেন ভেবে নিজে ঈশ্বরের হয়ে প্রক্সি দিতে যাই না ...আমার কি ...?আমি ঈশ্বর না, হতেও চাই না ... ক্লান্ত, অবসন্ন হয়ে সারাদিনের বানিজ্যের হিসাব করতে করতে বাসায় ফিরি, শান্ত মনে ভাত খাই, ৫ টাকা দামের সিগারেট অর্ধেক খেয়ে ফেলে দিই, ঘুমাতে যাওয়ার আগে বুকের ভেতর সুক্ষ ব্যাথা লাগে কোন কোনদিন, কিছু না ভেবে চেপে যাই, সারাদিনে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের অন্ন কেড়ে নিয়ে যে সুখ পাই, তাদের অভিশাপ সুক্ষ হয়ে আমার কাছে ফিরে আসলে সহ্য করতে পারব, করুনাময় আমাকে অন্তত এটুকু শক্তি দিয়েছেন ... সবাই আসুন, দীনার্তের সহায় , করুনাময়ের দিকে দু হাত তুলে প্রার্থনা করি, প্রার্থনার সময় আমার চোখে জল থাকবে না, সেটা দীনার্তের জন্যে বরাদ্দকৃত ... আরেকটি বর্ষ শুভ হোক , সবার জন্যে ...শুভ নববর্ষ ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।