আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হয়েছে ঘ্যান ঘ্যানানি



গত সোমবার পৌরসভা নির্বাচনের মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনী তফশীল ঘোষনার পর থেকেই প্রার্থীরা ব্যাপক সংযোগ চালিয়ে আসছিল। কিন্তু তা ছিলো নিরবে। আর প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে ঘ্যান-ঘ্যানানি / প্যান-প্যানানি। প্রতীক বরাদ্দ পাওয়ার মাত্র এক ঘন্টার মাথায় প্রার্থীরা রিক্সায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।

এক সঙ্গে যখন একাধিক মাইকের শব্দ ভেসে আসে, তখন কিছুতো বোঝা যায়ই না; উল্লা মাথা ধরার যো। আর মঙ্গলবার সকাল থেকেই পোষ্টারে পোষ্টারে সেজেছে পৌর এলাকা গুলো। প্রার্থীদের প্রতীকের ছবি সম্বলিত বড় ছোট এই পোষ্টার গুলো দড়িতে বেঁধে বেঁধে ঝুলানো হয়েছে। এতে দড়ির মূল্য বৃদ্ধি পেতে পারে। কবে শেষ হবে পৌর নির্বাচন।

তবে তো এই অঞ্চলের মানুষ এই ঘ্যান-ঘ্যানি/ প্যান-প্যানানির হাত থেকে রক্ষা পাবে। একই সাথে শেষ হবে নির্বাচন সংক্রান্ত সকল জল্পনা-কল্পনা। আমিনুল ইসলাম শ্রাবণ সংবাদকর্মী, বগুড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.