আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ নীলা



আকাশ নীলা -মাহফুজ খান আজ নীলার চোখের বাঁধন খোলা হবে আকাশের খুব ভয় ভয় লাগছে কি জানি কি হয়? নীলাকে খুব চঞ্চলা ও হাসি-খুশী দেখাচ্ছে। একটি দুর্ঘটনায় সে তার দৃষ্টি হারিয়েছিল, প্রকৃতি ও বাস্তবতাকে সে কখনই দৃষ্টি দিয়ে উপলব্ধি করেনি, প্রকৃতির মতই অপরূপা সে। তার জীবনে আকাশ এসেছিল- জীবনের নতুন গান নিয়ে। তীব্র আকাঙ্খা তার হৃদয়ে আজ, তাই সে প্রথমেই আকাশ ও সমুদ্র দেখতে চায়। কারন এদুটি উপমার সাথে তাদের ভালোবাসা জড়িত। ভেজা চোখে নীলা আজ আকাশ ও সমুদ্র দেখছে, চোখা-চোখি হতেই নীলা প্রশ্ন করল, 'আকাশ' এর মত 'সমুদ্র' ও কি এত বিশাল? আকাশ নীলার ভেজা চোখ দুটি স্পর্শ করল এবং চেষ্টা করল নীলার চোখের জল মুছে দিতে। কোমল শান্ত বাতাসগুলো এক অন্যরকম প্রশান্তি এনে দিল তাদের, সমুদ্রের ঢেউগুলো তাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে গেল। তারা অতিক্রম করছে শান্ত সময়কে প্রকৃতি অতিক্রম করছে আকাশ-নীলা কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।