আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেটেস্ট ওয়ানডে 'ড্রিম টিম' অফ অল টাইম!

জিনা কে ভালু পাই! আর কিশোর, মুসা ও রবিন-ত্রয়ীকে গদাম!

ওয়ানডে ক্রিকেটের চল্লিশতম বার্ষিকী উপলক্ষ্যে আইসিসি কর্তৃক একটা ড্রিম টিম বানানোর উদ্যোগ নেওয়া হইসে। প্রতিটা পজিশনে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত কইরা একটা বেস্ট ইলেভেন বানাইতে হইবো। আইসিসি ৬টা ক্যাটাগরীতে ৪৮ জন খেলোয়াড়ের একটা লিস্ট আমাদের হাতে তুইলা দিসে। আমাদের মত সমর্থকদের ভোটেই এই ৪৮ জন থিকা ১১ জনের ড্রিম টিম গঠন হইবো। এই ৪৮ জনের লিস্ট নিয়া অবশ্য অনেক সমালোচনা হইবো, কারন অনেক ভালো ভালো খেলোয়াড়ের নামই নাই লিস্টে, আবার তুলনামূলকভাবে কিছু খারাপ খেলোয়াড়ও 'ক্যাটাগরী'র ফায়দা তুইলা জায়গা পাইসে।

এছাড়া বাংলাদেশের কোন খেলোয়াড়েরও ঠাঁই হয় নাই এই লিস্টে। অবশ্য এটা আমি আশাও করি নাই; তবে আশা রাখতেসি, আইসিসি যখন পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করবো, তখন বাংলার অনেকগুলা দামাল ক্রিকেটারই অনুরূপ তালিকায় অবলীলায় ঠাঁই পাইবো। যাই হোক, ভোট দিতেসি এখনঃ প্রত্থমেই সিলেক্ট করতে হইবো দুইজন ওপেনার। ৮ জন ওপেনার আছে ক্যান্ডিডেট হিসাবে। কালবিলম্ব না কইরা শুরুতেই শচীন টেন্ডুলকারকে নিয়া ফালাইলাম।

আরেকজন কাকে নিবো চিন্তা করতেসি; লেফট-রাইট কম্বিনেশনকেই বেটার মনে করতেসি। ম্যাথু হেইডেনকেই নিয়া ফালাইলাম। এরপর ৩ জন মিডল-অর্ডার ব্যাটসম্যান নিতে হইবো। এইখানেও ক্যান্ডিডেট আছে ৮ জন। অবশ্য তালিকাটা দেখে একটু আশাহত হইলাম।

ইনজামাম, বেভানকে এই লিস্টে কেমন যেন বেমানান লাগতেসে। যাই হোক, আমার মনের ভিত্রে দারুন টানাপোড়েন শুরু হইয়া গেসে ৩ জন সিলেক্ট করতে গিয়া। আমার পছন্দ চারজনঃ ভিভ রিচার্ডস, মার্টিন ক্রো, ব্রায়ান লারা, রিকি পন্টিং। এদের থিকা ৩ জন সিলেক্ট করা আসলেই ডিফিকাল্ট। স্যার রিচার্ডস তো অবশ্যই থাকবো।

আর একমাত্র লেফট-হ্যান্ডেড হিসাবে লারাকেও রাখতেই হইবো। এখন ক্রো আর পন্টিং এর মধ্যে কারে নিবো? থাক, আর চিন্তা কইরা লাভ নাই, আমার এককালের সেমি-হিরো মার্টিন ক্রো-কেই বাইছা নিলাম। এখন আসছে অলরাউন্ডার। এখানেও খুব গ্যাঞ্জাম আছে। বোথাম এবং ইমরান খান খুবই স্ট্রং ক্যান্ডিডেট, হ্যাডলিও তাই।

এরা মূলত বোলিং অলরাউন্ডার। ব্যাটিং অলরাউন্ডার হিসাবে আবার আগাইয়া আছে ফ্লিনটফ আর ক্যালিস। যাই হোক চিন্তা কইরা দেখলাম যে, আমার আগের বাছাই করা ৫ জন ব্যাটসম্যানের মধ্যে কেউ-ই আসলে বোলার নয়। তাই ভারসাম্য রক্ষা করার জন্যে ১ জন বোলিং অলরাউন্ডার বাইছা নেওয়াটাই শ্রেয়। আমি ইয়ান বোথামকেই পছন্দ করলাম।

এবার উইকেট কিপার। অনেক আউল ফাউল ক্যান্ডিডেটে ভরা এই ক্যাটাগরি। চোখ বন্ধ কইরা অ্যাডাম গিলক্রিস্টকে বাইছা নিলাম। এরপর আসলো স্পিনার। শেন ওয়ার্ন আর মুরালিধরনের মধ্যে একজনরে বাইছা নেওয়াটা খুবই জটিল একটা কাজ।

লেগ স্পিনার নিবো, নাকি অফ স্পিনার? যাই হোক, মনকে এই বইলা স্বান্তনা দিলাম, টেস্ট হইলে অবশ্যই ওয়ার্নকে নিতাম। তাই এইবেলা মুরালিকেই আমার ওয়ানডে ড্রিম টিমে জায়গা দিতে আর কোন অসুবিধা হইলো না। এবার শেষ ক্যাটাগরিঃ পেস বোলার। তিনজনকে বাছাই করতে হবে আউট অফ ৮ জন। ওয়াসিম আকরামকে শুরুতেই নিয়া নিলাম।

ডেনিস লিলিকেও বাদ দেওয়ার প্রশ্নই আসে না। ফাস্ট বোলিং এ যদি ওয়েস্ট ইন্ডিয়ান কাউকে না নেই তাইলে তো পাপ হইবো, তবে এইবেলা সেই পাপটাই করলাম। কেননা, আমার দেখা সেরা পেস বোলিং অ্যাকশনের অধিকারী অ্যালান ডোনাল্ডকে অবজ্ঞা করতে পারলাম না একেবারে শেষ মুহুর্তে! নিয়েই ফেললাম - যা থাকে কপালে। তো কি দাঁড়ালো আমার ড্রিম টিমঃ শচীন টেন্ডুলকার, ম্যাথু হেইডেন, ব্রায়ান লারা, মার্টিন ক্রো, ভিভ রিচার্ডস, ইয়ান বোথাম, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, ডেনিস লিলি, অ্যালান ডোনাল্ড ও মুত্তিয়া মুরালিধরন। পরিশেষে এই ড্রিম টিমটা অ্যানালাইসিস করে একটা মজার জিনিস দেখতে পাইতেসিঃ সফল সব ক্রিকেট খেলুড়ে দেশ থেকেই ১জন-২জন খেলোয়াড় এই ড্রিম টিমে প্রতিনিধিত্ব করতেসে।

ওয়েস্ট ইন্ডিজ থেকে ২ জন, অস্ট্রেলিয়া থেকে ৩ জন, ভারত থেকে ১ জন, পাকিস্তান থেকে ১ জন, শ্রীলংকা থেকে ১ জন, ইংল্যান্ড থেকে ১ জন, নিউজিল্যান্ড থেকে ১ জন এবং দঃ আফ্রিকা থেকে ১ জন - সর্বমোট ১১ জন। ভাল টেকনিক। সবাইকেই খুশী রাখলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।