আমাদের কথা খুঁজে নিন

   

আবার জাগতে ইচ্ছে করে...... !

আমার সম্পর্কে লিখতে হলে আগে ভাবতে হবে...ভেবে ঠিক করি তারপর না হয় লিখে জানাব...

আবার জাগতে ইচ্ছে করে...... ! বহুদিন পর, বহুযুগ পর, ক্ষণকালের তরে । সেই যে ঘুম, ঘুমো ঘুমো পড়ে হেলে দুলে ধরার পালঙ্কে জনমের ঘুম, ঘুমো আঁখি কত দিন, কত বছর, কত যুগ রয়েছি পড়ে । আবার জাগতে ইচ্ছে করে...... । আমি জাগানিয়া ছিলাম ! কলঙ্ক ভরে মুর্হুতের ডাক কোথা হতে এলো... না জানি, না জানি আমার দর্পনে ভীষন কালো রেখা উঠিল ফুটে ; তৃষ্ণা ভরে সরাব পানে কার ভালোবাসা পেয়েছিলাম, তাই ঘুমো ঘরে কত দিন, কত বছর, কত যুগ রয়েছি পড়ে । ঠিক বেলা শেষে, কত যুগ আগে মনে হয় না তার রেশ, কোথা যেন বেঁধে আছে অচেনা শৈবালে গতিপথ ।

বহুবার আমি, বহু সাধনার পর সেই মৃত্যূ অবহেলায় বাঁধি সময়ের রশিতে তারপর পিছনে ফেলে এসে তারে বহুদিন পরে আবার জাগতে ইচ্ছে করে...... । সেই কোলাহল আজ বুকে বেশী বাঁধে, যারে জীর্ণ করে এসেছিলাম শতযুগ আগে আজ তারই ডঙ্কা বাজে প্রজন্ম ধরে তাই আবার জাগতে ইচ্ছে করে...... । আবার জাগতে ইচ্ছে করে...... ! বহুদিন পর, বহুযুগ পর, ক্ষণকালের তরে । সেই যে ঘুম, ঘুমো ঘুমো পড়ে হেলে দুলে ধরার পালঙ্কে জনমের ঘুম, ঘুমো আঁখি কত দিন, কত বছর, কত যুগ রয়েছি পড়ে । আবার জাগতে ইচ্ছে করে...... ।

আমি জাগানিয়া ছিলাম ! কলঙ্ক ভরে মুর্হুতের ডাক কোথা হতে এলো... না জানি, না জানি আমার দর্পনে ভীষন কালো রেখা উঠিল ফুটে ; তৃষ্ণা ভরে সরাব পানে কার ভালোবাসা পেয়েছিলাম, তাই ঘুমো ঘরে কত দিন, কত বছর, কত যুগ রয়েছি পড়ে । ঠিক বেলা শেষে, কত যুগ আগে মনে হয় না তার রেশ, কোথা যেন বেঁধে আছে অচেনা শৈবালে গতিপথ । বহুবার আমি, বহু সাধনার পর সেই মৃত্যূ অবহেলায় বাঁধি সময়ের রশিতে তারপর পিছনে ফেলে এসে তারে বহুদিন পরে আবার জাগতে ইচ্ছে করে...... । সেই কোলাহল আজ বুকে বেশী বাঁধে, যারে জীর্ণ করে এসেছিলাম শতযুগ আগে আজ তারই ডঙ্কা বাজে প্রজন্ম ধরে তাই আবার জাগতে ইচ্ছে করে...... ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.