আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ন ছিনতাই



উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। অনেক ক্ষেত্রেই তা একদলের সরকারের সময় শুরু হয় এবং অন্য একদলের সরকারের সময় শেষ হয়। যমুনা সেতুর মূল অর্থসংগ্রহ, প্রস্তুতি ও কাজ শুরু হয়েছিলো জাতীয় পার্টির সরকারের আমলে যা ৯১-৯৬ টার্মের বিএনপি সরকারের সময় চলে এবং উদ্বোধন হয় আওয়ামী লীগ সরকারের ৯৬-২০০১ টার্মে (৯৬ সালে)। এখন আওয়ামী লীগ যদি যমুনা সেতু (বংগবন্ধু সেতু) এর সব কৃতিত্ব নিয়ে নিতে চায় তাহলে সেটা কৃতিত্ব ছিনতাই এর দোষে অভিযুক্ত হয়ে যায় না? বিমানের আধুনিকায়নের সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ আধুনিক বিমান ক্রয়ের কাজ শুরু হয় ডঃ ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং বিমানসমুহের ডেলিভারী শুরু হয় আওয়ামী লীগ সরকারের বর্তমান টার্মে। এখন আওয়ামী লীগ যদি বিমানের আধুনিকায়নের সব কৃতিত্ব নিয়ে নিতে চায় তাহলে সেটা কৃতিত্ব ছিনতাই এর দোষে অভিযুক্ত হয়ে যায় না? তত্তাবধায়ক সরকারের আমলে কাজ শুরু করা অনেকগুলো বিদ্যুতকেন্দ্র থেকে আওয়ামী লীগ সরকারের বর্তমান আমলে।

এখন আওয়ামী লীগ যদি বিদ্যুত পরিস্থিতির উন্নয়নের সব কৃতিত্ব নিয়ে নিতে চায় তাহলে সেটা কৃতিত্ব ছিনতাই এর দোষে অভিযুক্ত হয়ে যায় না? তত্তাবধায়ক সরকারের আমলে কাজ শুরু করা হাতিরঝিল প্রকল্প বর্তমান সময়ে উদ্বোধন হয়েছে। এখন আওয়ামী লীগ যদি হাতিরঝিল প্রকল্পের সব কৃতিত্ব নিয়ে নিতে চায় তাহলে সেটা কৃতিত্ব ছিনতাই এর দোষে অভিযুক্ত হয়ে যায় না? কি এমন হতো যদি আপনারা আপনাদের পূর্বসুরীর এসব অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বরং মানুষকে বলতেন সেই প্রকল্পগুলো আপনারা তাদের চেয়ে কত সূচারুভাবে পরিচালনা করে দেশের উন্নয়নে কাজ করছেন? আপনারা অন্যের আমলে করা কাজের মূল সুফল আপনার আমলে পাওয়া শুরু হলে তা আপনার আমলে করা কাজ বলে মিথ্যাচার না করলে কি আপনাদের খুব ক্ষতি হয়ে যেত? আর যদি ক্ষতি হয়েই যায় সেক্ষেত্রে নিজের বিবেকের কাছেই প্রশ্ন করুন সত্য কথা বলে ক্ষতিগ্রস্থ হওয়া ভালো নাকি মিথ্যা কথা বলে লাভবান হওয়া ভালো? আমি দুঃখিত যে বিএনপি তাদের ২০০১-০৬ টার্মে পূর্ববর্তী সরকারের করা কোন কাজের সুফল পেয়েছে তা মনে করতে পারছি না। অবশ্যই এমন অনেক ঘটনাই থাকতে পারে কিন্তু আমার মনে পড়ছে না। উন্নয়নের জোয়ার, উন্নয়নের রোডম্যাপ এসব কথা বলতে বলতে যারা গলা ব্যাথা করে ফেলছেন তাদের জেনে রাখা ভালো যে তারা যা হাইলাইট করতে চায়, আজকের মানুষ তার নীচে কি চাপা পড়ে আছে তা ঠিকই খুঁজে বের করে। আজকালকার রিকশাচালকরাও সচেতন।

অতএব চাপা কম, কাজ বেশী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.