আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ীওয়ালাদের লাগামহীন বাড়ী ভাড়া নির্ধারণ/বৃদ্ধি

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

বাড়ী ভাড়ার সময় কতজন থাকতে পারবে, কোন মেহমান আসতে পারবে না, আসলেও থাকতে পারবে না। সিঙ্গেল ফ্যামিলি হলে তাড়াতাড়ি বাড়ী ভাড়া পাওয়া যাবে। যৌথ পরিবার হলে ভাড়া নিতে সমস্যা হবে। সময়/জন হিসাব করে পানি দিবে ইত্যাদি একজন ভাড়াটিয়ার জন্য নিত্য দিনের সমস্যা। মাঝে মাঝে মনে হয় ভাড়াটিয়া হিসাবে জন্ম হইয়া বিরাট অপরাধ করে পেলেছি।

এর পর আছে বছর বছর লাগামহীন ভাড়া বৃদ্ধি। এটা ৫% থেকে ৫০% হয়ে থাকে। এ বছর আমার বাড়ীওয়ালা আমার বাসা ভাড়া বাড়িয়েছে ৩০%। লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছে। আর ইচ্ছে করছে চুরি, ডাকাতি বা অন্য কোন অসৎ উপায়ে তাড়াতাড়ি একটি বাড়ী করতে হবে।

এটা কোন যুক্তিতে জিজ্ঞেস করাতে বলল-আমার বাসা ভাড়া কম, তাছাড়া রাস্তার সাথে। এটা কোন মতেই কমানো যাবে না। তার মানে আপনি থাকলে নতুন ভাড়ায় থাকতে হবে আর নতুবা চলে যান। এখন বলেন কি করব? মা-বাবা ভাইবোনদের নিয়ে ৩ বছর যাবৎ এ বাসাটিতে আছি। একটা বাসা পরিবর্তন করার ঝক্কি ঝামেলাও কম না।

আশাকরি যারা ভাড়াটিয়া তারা ব্যাপারটির ব্যাপারে ওয়াকিবহাল আছে। মাঝে মাঝে দুই এক জায়গায় ভাড়াটিয়া বাড়িওয়ালার ঝগড়া-ঝাটি হলেও ভাড়াটিয়াদের বিভিন্ন ভাবে নাজেহাল করে পরে বাসাটি ছাড়তেই হয়। বাড়ীওয়ালাকে বললাম বছর প্রতি আমাদের বেতনওতো এতো বৃদ্ধি পায়নি। কিভাবে আপনি এত টাকা নির্ধারণ করলেন। একটা বিষয় খেয়াল করলাম বেশী কথা বললে তাড়াতাড়ি বাড়ী ছাড়তে হবে।

অনেক ভাড়াটিয়াকে এভাবে বাড়ী ছাড়তে হয়েছে। আমরা ভাড়াটিয়ারা কি এর কোন প্রতিকার পাব না। নাকি বাড়ীওয়ালাদের ন্যাক্কার জনক আচরণ আজীবন পেয়েই যাবো। -------------- বাংলানিউজ২৪.কম.বিডি-তে চট্টগ্রামে দেখলাম এ বিষয়ে সভা সেমিনার, মানব বন্ধন হচ্ছে। আশা করি ব্যপারটি নিয়ে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।