আমাদের কথা খুঁজে নিন

   

কানাডাতে বক্সিং ডে'র বিশেষ মুল্যহ্রাস !!!!



অনেক দিন পর আবার লিখতে বসলাম। যারা ক্রিকেট খেলা দেখেন তারা নিশ্চই বক্সিং টেস্ট ম্যাচের কথা শুনে থাকবেন। ক্রিসমাসের পরদিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর যে টেস্ট খেলা শুরু হয় সেটি বক্সিং টেস্ট ম্যাচ বলে পরিচিত। বক্সিং ডে’র ব্যাপারে অনেক রকম মতবাদ প্রচলিত আছে। সম্ভবত ক্রিসমাসের পরদিন “ক্রিসমাস বক্স” করে গিফট দেয়ার ব্যাপারটি থেকে এর নামকরন বক্সিং ডে হয়েছে বলে ধারনা করা হয়।

আমাদের দেশে যেমন কোন কিছু কিনতে গেলে ৫০ দোকান ঘুরে দাম যাচাই করে কিছু কিনতে হয়, কানাডাতে আপনি ইন্টারনেটেই সব দাম পাবেন। আর সেজন্যে আপনাকে ৫০ টি দোকানের ওয়েব সাইটে ঢুকতে হবেনা। ২/৩ টা দোকানের খবর রাখলেই চলে। কারন এই দেশে বেশীর ভাগ ক্ষেত্রেই “মনোপলি” ব্যাবসা। যেমন ধরুন আপনি কোন ইলেকট্রনিক্সের জিনিস (ল্যাপটপ কিংবা ক্যামেরা) কিনবেন।

সেজন্য প্রায় পুরো কানাডা জুড়ে ২ টি দোকান – “Future Shop” আর “Best Buy” ই ব্যাবসা করে যাচ্ছে। কাজেই এই ২ দোকানের সাইটে ঢুকে দেখুন আপনার পছন্দের সামগ্রীর দাম কত। এরপর যে দোকানে দাম কম চলে যান সেই দোকানে। তেমনি ভাবে কাচা বাজার এর জন্যে আছে এরকম ৪/৫ টি দোকান (Nofrills, Price Chopper, Metro, কিংবা Food Basics) । আপনারা হয়ত “Wall Mart” এর নাম শুনেছেন।

এই দোকানে আপনার যা প্রয়োজন তার সবই পাবেন । ল্যাপটপ থেকে শুরু করে সবজি। কিন্তু বেছে নেয়ার অপশন টা থাকে কম। তাই স্পেশাল কিছুর জন্যে সে জিনিসের স্পেশাল দোকানে যাওয়াই ভাল। এতে আপনার পছন্দের সামগ্রী বেছে নেয়ার সুযোগ অনেক বেশী।

সে যাই হোক, এবার আসি মূল প্রসংগে - “বক্সিং ডে সেল”। এই দিন উপলক্ষে প্রায় দোকান গুলো দেয় বিশেষ মুল্যহ্রাস। আর এই মুল্যহ্রাসের বিজ্ঞাপন ২/৩ দিন আগ থেকেই ওদের ওয়েব সাইট গুলোতে পাওয়া যায়। আজকে সকালে একটু ঢু দিলাম ২/১ টি দোকানের সাইটে। ৪মাস আগে SX210IS canon এর একটা ক্যামেরা কিনেছিলাম ২৯৯ ডলার দিয়ে।

বক্সিং ডে তে এটি পাওয়া যাবে ২২৯ ডলারে। দেখে কিছুটা আফসোস হল ! কিছু কম্পিউটার কিংবা ক্যামেরা তে দেখলাম ২০০ থেকে ৩০০ ডলার কিংবা তারো বেশী ছাড় ! এরকম অনেক কিছুতেই……! অনেকে সেজন্যে সারা বছর ধরে এই দিনটির জন্যে অপেক্ষা করে। তবে আইটেম গুলোর সংখ্যা থাকে নির্দিষ্ট । যেমন ধরুন আপনি চাইছেন ১৬ গিগার একটি ম্যামরী কার্ড কিনতে। এরদাম বক্সিং ডে তে পরবে ৩০ ডলার।

কিন্তু Future Shop হয়ত ওদের প্রতি স্টোরে ছেড়েছে মাত্র ১০ টি করে। কাজেই কেবল প্রথম ১০ ক্রেতাই ওই দামে কিনতে পারবেন ! এরকম ব্যাপার প্রায় সব আইটেমে। এইজন্যে হট আইটেম গুলোর ক্ষেত্রে ক্রেতা্দের অনেকেই দোকনের সামনে সকাল থেকে লাইন ধরতে শুরু করেন। অনেক সময় আমার কাছে মনে হয়েছে ২০/৩০ ডলার বাচানোর চাইতে এক ধরনের উম্মাদনা কাজ করে সবার মধ্যে! বক্সিং ডে তে দোকান গুলো খুলবে ভোর ৬ টায়। অনেকে ভোর ৫ টা কিংবা তার আগে চলে আসবে্ন লাইন ধরতে…ভীষন ঠান্ডার মধ্যে…পাছে তার পছন্দের জিনিস টা না পান - সে ভয়ে ! অনেকে আবার অন লাইনে কেনার জন্যে হুমড়ি খেয়ে পড়েন।

ওদের ক্রিসমাসের মূল আনন্দটাই মনে হয় বক্সিং ডে তে !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।