আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে মেঘনা নদীতে স্টিমার বিকল

বিআইডব্লিউটিএ চাঁদপুর ঘাটের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার ভোররাতে স্টিমার ‘লেপচা’ বিকল হয়ে যায়। পরে সকালে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে আসা স্টিমার ‘লেপচা’ বুধবার ভোররাত ৩টায় চাঁদপুর ঘাটে যাত্রী নামায়। এর পর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় মেঘনা মোহনায় বিকল হয়ে পড়ে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা বলেন, “এ সময় স্টিমারের ‘সুকান’ বাঁকা হয়ে যায়। প্রচণ্ড স্রোতের টানে এটি মেঘনা মোহনা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বহরিয়া বাজার এলাকায় মেঘনা নদীতে চলে যায়।”
স্টিমারটি সেখানে নোঙর করেছে।
জহিরুল ইসলাম জানান, স্টিমার মেরামতের জন্য উদ্ধার যান খবর দেয়া হয়েছে। তবে দুপুর ১টা পর্যন্ত ঢাকা থেকে রওনা দেয়া উদ্ধার যান ঘটনাস্থলে এসে পৌঁছেনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।