আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিসমাস ট্রি নিজেই আলো জ্বালবে !

আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে

গবেষকরা এমন এক ধরনের জিনের সন্ধান পেয়েছেন যা কোনো নিরাপদ ব্যাক্টেরিয়ার কোষ হতে গাছে সঞ্চালন করা সম্ভব। আর এমন জেনেটিক রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে ক্রিসমাস ট্রি নিজেই আলো জ্বালাতে পেরেছে। জানা গেছে, গবেষকরা পানির নিচে বাস করা ভাইব্রিও ফিসচেরি নামের এক ধরনের ব্যাক্টেরিয়ার মধ্যে এই জিন খুঁজে পেয়েছেন। হাওয়াই দ্বীপের ছোট স্কুইড ইউপ্রিমনা স্কোলোপস এর দেহে এই ব্যাকটেরিয়া বাস করে। এই জিনগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, এরা সবুজ আভা তৈরি করে।

স্কুইডগুলো খোলা আকাশের নীচে খাবার সংগ্রহের কাজে ওত পেতে থাকার জন্য এমন রং ধারণ করো। যুক্তরাষ্ট্রে জেনেটিক প্রক্রিয়ায় রঙিন ইদুর এবং বানর তৈরির জন্য ফায়ারফ্লাই এবং জেলি ফিস এর জিন ব্যবহার করা হয়। তবে গাছের ক্ষেত্রে প্রাণীর জিন ব্যবহার করায় এবার নিজেই আলো জ্বালবে এই ক্রিসমাস ট্রি। গবেষক রা ই. কোলি নামে আরেকটি ব্যাক্টেরিয়ার সন্ধান পেয়েছেন যা উজ্জল নীল এমনকি লাল আলোও তৈরি করতে পারে। গবেষকরা এখন ফ্লুরোসেন্ট প্রোটিন সংযোগের মাধ্যমে বিভিন্ন রং তৈরির কাজ করছেন।

এছাড়াও গবেষকরা এখন ফায়ারফ্লাই এর ডিএনএ’র সিকোয়েন্স পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন লাল এবং সবুজ এর রেঞ্জের রং তৈরি করছেন। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গবেষকরা হিসেব করে দেখেছেন গাছের জন্য এ ধরনের আলো তৈরীর জন্য তার পুরো সালোকসংশেষণ প্রক্রিয়ার মাত্র ০.২ ভাগ অতিরিক্ত শক্তি দরকার। এই পরিমাণ শক্তি দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের মতো গাছ দিয়ে আলো তৈরি করা সম্ভব। সব্বাইকে বড় দিনের শুভেচ্ছা। সূত্র: টেলিগ্রাফ অনলাইন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।