আমাদের কথা খুঁজে নিন

   

মেঘলা বনের ছল

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

বুকের গহীন অচীন সূরে তোকেই ভালবেসে আকাশ গাঁথি নীলচে সূতোয় সবুজ জলে মেশে । ভালবাসার এফোঁড় ওফোঁড় মাটির বুকেও বুনি রাতের আকাশ তারায় ভরা তোর তরে দিন গুনি। হারাই অথৈ সাগর মাঝে হারাই তারো জল বুকের গহীন যায় লুকিয়ে মেঘলা বনের ছল । এক আকাশের যত সে নীল যত মেঘও আছে সবটা নিয়ে বাঁধছে জমাট বুকের বড় কাছে। লুকিয়ে রাখি সেই সে মেঘও কান্না চোখের পরে তবুও কেন এখন তখন তোকেই মনে পড়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।