আমাদের কথা খুঁজে নিন

   

শীতের গীত



বলাই বাহুল্য শীত যে এসেছে আমিও খুব খুশী সুযোগ হয়েছে; স্যুট, টাই পরে সেজে বাইরে যাবার অনেক বিয়ে আর দাওয়াত খাবার। ধুলোমলিন ঝরা পাতা ঝরো ঝর উড়ে উড়ে এদিক সেদিক পড় পড়। টপ টপ করে ঝরে পড়ে শিশির কনা কতরকম পিঠা হয় যায় না গণা। ভোরের সূর্যতাপের একটু আশায় মানুষ এসে বসে তাদের দাওয়ায়। গাছ লতাপাতা বনানী ওঠে হেসে শিশুরা দাঁড়ায় মায়ের কোল ঘেষে। ফুটপাতে কত মানুষ রাত যে কাটায় তাদের দিকে ক'জনই ফিরে তাকায়! শাল-সোয়েটার গায়ে দিয়ে কাটাবো শীত খাবো আর গাইবো মোরা সুখেরই গীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।